সাহিদুর রহমান সুহেল :২৯ ডিসেম্বর রোজ রবিবার বেলা ১ ঘটিকায় বার্মিংহামে পঞ্চখানা রেস্টুরেন্টে নব গঠিত আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিতে সিলেটের পরিচ্ছন্ন রাজনীতিবিদ,ক্রীড়া সংগঠক ও সফল ছাত্র নেতা শফিউল আলম চৌধুরী নাদেল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বার্মিংহাম-মিডল্যান্ডস এক মিষ্টিমুখ অনুষ্টানের আয়োজন করে ৷ উপস্থিত নেতা-কর্মী একে-ওপরের মুখে মিষ্টি তুলে দিয়ে আনন্দের এ উচ্ছাস সকলেই ভাগা-ভাগি করেন ৷
পরে সংগঠনের সভাপতি কামাল আহমেদের সঞ্চালনে নব গঠিত কমিটিতে নাদেল সহ বৃহত্তর সিলেট থেকে পুনরায় আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য জনাব নুরুল ইসলাম নাহিদ,সদস্য বদর উদ্দিন আহমদ কামরান এবং ডাক্তার মুশফিকুর রহমানকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বাবলু,বার্মিংহাম আওয়ামীলীগের সভাপতি কবির উদ্দিন,সহ-সভাপতি সৈয়দ আলী আহমেদ এবং বুলন চৌধুরী,বার্মিংহাম আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক নুরুল ইসলাম কিসলু,সাংগঠনিক সম্পাদক জুম্মা আহমেদ লিটু,আইন সম্পাদক এনামুল হক খান নেপা,কোষাধক্ষ্য ফকরুল ইসলাম,প্রচার সম্পাদক নাসির আহমদ শ্যামল,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম শামীম এবং আরো উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আশিক মিয়া,সাংস্কৃতিক জোটের আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,সাংস্কৃতিক জোটের আবু হায়দার চৌধুরী সুইট,হাসিব উদ্দিন মতিন,জমসেদ আলী,মৌলানা রশিদ আহমেদ,জালাল,বদরুল আলম চোধুরী প্রমুখ ৷
বক্তারা তৃণমূলের একজন নেতা নাদেলকে মাননীয় প্রধানমন্ত্রী যে মূল্যয়ন করেছেন তাহাতে আমরা উচ্ছসিত এবং উজ্জীবিত ৷ কর্তৃত্ব নয়,দ্বায়িত্ব পালনের মাধ্যমে বৃহত্তর সিলেট বিভাগের আওয়ামীলীগকে বিকশিত করবেন ৷
আধুনিক বাংলাদেশের রূপকার প্রানপ্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৷ জননেত্রীর আস্থা ও বিশ্বাসের মর্যাদা শফিউল আলম নাদেল সাংগঠনিক দক্ষতায় যথার্থ দল,দেশ ও জাতির কল্যানে প্রমান করতে সর্বদা সচেষ্ট থাকবেন ।
Home / ব্রিটেন সংবাদ / বার্মিংহাম / নাদেল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বার্মিংহাম-মিডল্যান্ডসের মিষ্টিমুখ