২১তম জাতীয় সম্মেলনের ৪ দিনের মাথায় কোষাধ্যক্ষ ও একজন সাংগঠনিক সম্পাদকসহ ৪টি সম্পাদকীয় পদ এবং তিনজন সদস্য পদ বাকি রেখে ৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি থেকে বাদ পড়েছেন ৯ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। ৬টি পদ খালি রেখে দুই দফায় এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে দেখা যায়, দলটির বিগত কমিটিতে মন্ত্রিসভার সদস্য ছিলেন প্রধানমন্ত্রীসহ ১৪ জন। নতুন কমিটিতে আছেন প্রধানমন্ত্রীসহ ৫ জন। অপর ৪ জন হলেন- সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও হাছান মাহমুদ। অর্থাৎ বাদ পড়েছেন বিগত কমিটির ৯ জন। বাদ পড়া ৯ জন হলেন- গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা, বিগত কমিটির সাংগঠনিক সম্পাদক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পানিসম্পাদক উপমন্ত্রী এনামুল হক শামীম ও শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়াও বাদ পড়াদের তালিকায় আছেন- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ, শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান। নুরুল মজিদ হুমায়ুন ও মুন্নুজান সুফিয়ান কার্যনির্বাহী সদস্য ছিলেন। উল্লেখ্য, গেল ২০ ও ২১ ডিসেম্বর ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ২১তম সম্মেলনে টানা নবমবারের মতো সভাপতি পদে নির্বাচিত হন শেখ হাসিনা। আর টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হন ওবায়দুল কাদের। সম্মেলনের দ্বিতীয় দিন সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও শেখ হাসিনা ৭৯ পদের মধ্যে প্রাথমিকভাবে ৪০ জনের নাম ঘোষণা করেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের কার্যনির্বাহী মোট সদস্য সংখ্যা ৮১। এদিকে শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক, ধর্মবিষয়ক সম্পাদক, কোষাধ্যক্ষ, একজন সাংগঠনিক সম্পাদক ও তিনটি সদস্য পদ এখনও ফাঁকা আছে।