লন্ডন ৮ ডিসেম্বর রবিবার, পূর্বলন্ডনে অবস্থিত বিখ্যাত ক্যানারী ওয়ার্ফ গ্রুপ ৬স্টবারের মত প্রকাশ করেছে কমিউনিটি চ্যাম্পিয়নস তালিকা।কমিউনিটির উন্নয়নে যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে নিজ কমিউনিটিসহ সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের মধ্য থেকে ৯জনকে সম্মানিত করে থাকে ক্যানারী ওয়ার্প গ্রুপ।
এবারের কমিউনিটি চ্যাম্পিয়নস সম্মাননা পেলেন ৩জন বাংলাদেশী সোহ মোট ৯জন বিশিস্ট ব্যক্তিবর্গ।এই সম্মাননা প্রাপ্ত ব্রিটিশ বাংলাদেশীরা হচ্ছেন মোস্তাক বাবুল মিডিয়ায় (রেডিও), গৌরি চৌধুরী সংগীতে, আব্দুস সালাম ফুটবলে।অন্যান্যরা হচ্ছেন পিটার এলিস, পিটার স্টিল, ওয়াল্টার বারউইক, জুয়েস লি, হেলেন কেনি, ডেভি লেভেট।গত ২৫ নভেম্বর সোমবার ওয়ান কানাডা স্কায়ারের ১৯ তলা ভবনে কয়েক শতাদিক অতিথির উপস্থিতিতে সম্মাননা সার্টিফিকেট তুলে দেয়া হয় মনোনিত ব্যক্তিবর্গের হতে।ক্যানারি ওয়ার্ফ গ্রুপের ম্যানেজিং ডায়রেক্টর হাওয়ার্ড ডুবার এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্যানারি ওয়ার্ফ গ্রুপের এসোসিয়েট ডায়রেক্টর জাকির খান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার ভিক্টোরিয়া ওভাজি, সুমালি ল্যান্ডের রাস্ট্রদুত আয়ান মাহমুদ, টাওয়ার হ্যামলেটস পুলিশের বারা কমান্ডার মাকার্স বানেট, কোম্পানীর সেক্রেটারী জন গারউড, ডায়রেক্টর অব সিকিউরিটি ম্যাট মার প্রমুখ।