লন্ডন ৫ ডিসেম্বর বৃহস্প্রতিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনে সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে’র স্থায়ী কার্যালয়ে বরাবরের মতো এবার বিপুল সংখক দর্শকদের উপস্থিতিতে ব্রিটেনের জনপ্রিয় ও প্রাচীন ক্যারাম ক্লাব “সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে’র ডাবুল চ্যাম্পিয়ন ট্রপি ২০১৯” এর ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্টান অনুষ্ঠিত হয় l জমজমাট এই পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিনিটি নেতা আব্দুল হান্নান, সাউন্ডটেক ক্যারাম ক্লাবের সাধারণ সম্পাদক ও এম এ খান ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রহমান সুজার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডনের একসময়ের জনপ্রিয় পত্রিকা সাপ্তাহিক ইউরোবাংলার সাবেক সম্পাদক, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান ও লন্ডন বাংলা ডট কমের ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, , সাউন্ডটেকের সহ সভাপতি নজরুল ইসলাম, আব্দুল আহাদ সহ আরো উপস্থিত ছিলেন ইয়ুথ ক্যারাম এসোসিয়েশন এর নেতৃবৃন্দ ও ব্রিটেনের কৃতি ক্যারাম খেলোয়াড় ও অন্যান অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও ট্রপি তুলে দেন প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল,
প্রতিযোগিতামূলক ফাইনাল খেলায় ২-১ গেইমে লিপু ও কামরুল জুটি, রাশেদ ও বারেক জুটিকে পরাজিত করে সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে’র চ্যাম্পিয়ন ট্রপি ২০১৯
এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন, ফাইনাল খেলা পরিচালনা করেন সাউন্ডটেক ক্যারাম ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সুজা ও সাইদুর রহমান l
প্রধান অতিথি মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল
বলেন খেলা ধুলার মাধ্যমে মানুষের মনের তৃপ্তি ও আনন্দ বিকাশিত হয়, এই সুন্দর খেলার আয়োজন করার জন্য তিনি ধন্যবাদ জানান এবং সাউন্ডটেক ক্যারাম ক্লাবের অতীতের সকল টুর্নামেন্টের সফলতার ভ্রূহসী প্রশংসা করে বলেন ব্রিটেনে সর্ব প্রথম সাউন্ডটেক ক্যারাম ক্লাব ১৯৯৭ সালে ক্যারাম খেলার আয়োজন করে এক গৌরবজ্জল ইতিহাস সৃষ্টি করেছে. বিগত দিনে সাউন্ডটেক ক্যারাম ক্লাব আয়োজিত প্রতিটি টুর্নামেন্ট সুন্দর, সফল ও উন্নতমানের হওয়ায় খেলার জগতে সাউন্ডটেক ক্যারাম ক্লাব এক দৃষ্টান্ত সৃষ্টি করেছে. ভবিষতে আরো ভালো করার প্রত্যাশা রাখে.