ব্রেকিং নিউজ
Home / ব্রিটেন সংবাদ / গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে’র এডুকেশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডস প্রদান

গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাষ্ট ইউকে’র এডুকেশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডস প্রদান

৯ ডিসেম্বর সোমবার পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট হলে অনুষ্ঠিত হলো বৃটেনে ২০১৯। ব্রিটিশ বাংলাদেশি (গোলাপগঞ্জী) যে সকল মেধাবী ছাত্র ছাত্রীরা কৃতিত্বের সহিত কৃতকার্য হয়েছেন তাদেরকে সম্মানিত করা হয় এ আয়োজনের মধ্য দিয়ে। এতে ভালো ফলাফলের জন্য গোলপগঞ্জ উপজেলার ২৫ শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা সম্মাননা পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং আগামীতে আরও ভালো করে লেখাপড়া করার প্রত্যয় ব্যক্ত করেন।

এমন আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন অনুষ্ঠানে আগত অতিথিরা। তারা বলেন, নতুন প্রজন্মকে ভবিষ্যতের নির্মাতা হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই। ছেলে মেয়েদের উপযুক্ত করে গড়ে তুলতে প্রত্যেক পিতা মাতাকে নিজ নিজ সন্তানদের যত্ন নিতে হবে।

আয়োজকরা বলেন, এলাকার লোকজনের পক্ষ থেকে এমন সম্মাননা পেয়ে ছেলে-মেয়েরা দেশের ব্যাপারে আগ্রহী হবে এবং দেশের সংস্কৃতি এবং ঐতিহ্য জানতে সচেষ্ট হবে। এমন আয়োজন আগামীতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান চৌধুরীর রুহুল-এর পরিচালনায় এবং সংগঠনের সভাপতি আলতাফ হোসেন বাইছ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফরেস্ট গেইট কমিউনিটি স্কুল এর প্রধান শিক্ষিকা তাহমিনা বেগম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অনুষ্ঠানের আহ্বায়ক সিদ্দিকুর রহমান, জবরুল ইসলাম লনি, ইকবাল হোসেন, হারুন মিয়া, মো. দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, ফাকর উদ্দীন আহমদ, নজমুল ইসলাম নুরু, সাইফুল আলম, এনাম উদ্দীন, আব্দুল বাসির, জামিল আহমদ, নানু মোহাম্মদ শেখ, শাহ আলম কাসেম, কাউন্সিলার আহবাব মিয়া, নুরুল ইসলাম, আব্দুল কাদির হাসনাত, মস্তফা মিয়া, মকলো মিয়া, সিব্বির আহমদ, ইছবাহ উদ্দীন, মুজিবুর রহমান, শামিম আহমদ, ফয়ছল আহমদ, সিরাজুল ইসলাম, লুকমান উদ্দীন, নাজিম উদ্দিন, দিলওয়ার হোসেইন লেবু, মুহিব উদ্দীন, রফিক উদ্দীন মাসুক, এনামুল হক, আলতাফ হোসেন, সেলিম উদ্দীন আহমদ, আলতা মিয়া, ফারুক মিয়া, তমিজুর রহমান রনজু, আরিফ মনজুর চৌধরী মিটু, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, দেলোয়ার আহমদ শাহান, মো. সালেহ উদ্দীন , বাহার উদ্দীন, মারুফ আহমদ, ফরহাদ আহমদ, কয়েছ আহমদ রোহেল, আব্দুর রশিদ, সাহরিয়ার হোসেন সুমন, তানহার আহমদ তুহিন, জাকারিয়া হোসেন জয়নাল, তারেক আহমদ, রাসেল আহমদ জুহেল, সায়দুল আলম, জামাল খালেদ, মিছবাহ মাছুম, মাসুদ আহমদ, দুলাল আহমদ, ছানা মিয়া, ফকরুল ইসলাম, কামরান আহমদ, সালেহ আহমদ, টিপু চৌধুরী, নাজিম উদ্দীন, জামাল উদ্দীন, আব্দুর রব রফু, কালাম উদ্দীন, ফকর উদ্দীন আহমদ, শাহাব উদ্দীন , বাহার উদ্দীন, মসরু আহমেদ, রেজওয়ান ইসলাম, বখতিয়ার ইসলাম, সাহরিয়ার ইসলাম-সহ সংগঠনের সদস্য এবং প্রবাসী গোলাপগঞ্জবাসী।

অ্যাওয়ার্ড গ্রহণ কারীরা হলেন :

অ্যাওয়ার্ড ক্যাটাগরি : জি ছি এস ই

১। জাকারিয়া ইবনে খলিল, পিতা, খলিল উদ্দিন আহমেদ, মাতা, মিসেস ফরিদা ইয়াসমিন
গ্রাম: কালিডহর, ইউনিয়ন: বুধবারীবাজার।
২। জাবিয়াহ ইয়াসমিন, পিতা: সেলিম উদ্দিন আহমেদ, মাতাঃ মিসেস সালেমা খাতুন, গ্রাম
বনগ্রাম, ইউনিয়নঃ বুধবারীবাজার,
৩। নাদিয়া বেগম: পিতা মিঃ ফজলুল হক, মা মিসেস শাদেকা বেগম, গ্রাম, কালিজুড়ী, ইউনিয়নঃ বুধবারীবাজার।
৪।কাউসার হুসেন: পিতা: মিঃ জাকারিয়া হুসেন, মাতাঃ মিসেস আমিনা বেগম, গ্রাম, বহরগ্রাম, ইউনিয়নঃ বুধবারীবাজার।
৫। সাজিদা বেগম, পিতা: জনাব মুহাম্মদ সালেহ আহমদ, মাতা: মিসেস শেখ নুরজাহান বেগম, গ্রাম, কটলিপাড়া, ইউনিয়নঃ বুধবারীবাজার।
৬। জান্নাত চৌধুরী, পিতা: মিঃ আফছার মিয়া চৌধুরী, মাতাঃ মিসেস নূরজাহান সুলতানা, গ্রাম, ফুলবাড়ি, ইউনিয়নঃ ফুলবাড়ি।
৭। মোঃ সাফওয়ান হুসেন. পিতা: মিঃ আলতাফ হুসেন, মাতা: মিসেস শাহারা আলী, গ্রাম, বানিগাজি, ইউনিয়নঃ বুধবারীবাজার।
৮। মাহেদা ইসলাম. পিতা: জনাব আমিনুল ইসলাম রাবেল (গোলাপগঞ্জের বর্তমান পৌরসভা মেয়র) মাতাঃ সালমা বেগম, গ্রাম, দাড়িপাথন, গোলাপগঞ্জ পৌরসভা।
৯। তাহিনা মিয়া, পিতা: মিঃ মাসুদ মিয়া, মাতা: মিসেস তাহমিনা বেগম, গ্রাম, বাগিরঘাট, ইউনিয়নতাবুধবারীবাজার।
১০। সাইফ আহমেদ, পিতা: মিঃ ফারুক মিয়া, মা : মিসেস তাহেরা বেগম, গ্রাম
লামাচন্দরপুর, ইউনিয়নঃ বুধবারীবাজার।
১১। ফাহিমা রহমান : পিতা: জনাব আজিজুর রহমান, মা: শানাজ রহমান, গ্রাম: পশ্চিমভাগ, ইউনিয়নঃ ভাদেশ্বর

পুরষ্কার বিভাগ: এ লেভেল

১২। মোহাম্মদ জাকারিয়া মুহিত, পিতা: জনাব আবদুল মুহিত, মাতা: মিসেস মায়ারুন নেসা, গ্রাম বড়ায়া উত্তরভাগ, ফুলবাড়ি,
১৩। আনিকা খায়ের, পিতা: মোহাম্মদ আবদুল খায়ের, মাতা: মিসেস সাজদা চৌধুরী, গ্রাম : বাগিরঘাট , বুধবারীবাজার।
১৪। মরিয়ম বেগম, পিতা মিঃ আনোয়ার হুসেন, মাতা: মিসেস হুসনা বেগম, গ্রাম: বাগিরঘাট , বুধবারী বাজার।
১৫। সাদিয়া আলম, পিতা মিঃ বদরুল আলম, মাতা: মিসেস ফাহিমা খাতুন, গ্রামঃ চন্দরপুর, বুধবারীবাজার।
১৬। সামিয়া ফেরদৌস, পিতা মিঃ সিব্বির আহমেদ, মাতা: মিসেস শাহিনা বেগম, গ্রাম
লামা চন্দরপুর, বুধবারীবাজার।
১৭। তাহসিন ফেরদৌস হুসেন, পিতাঃ মিঃ দিলওয়ার হুসেন লেবু, মাতাঃ মিসেস তাহমিনা চৌধুরী, গ্রাম: কানিশাইল, ঢাকাদক্ষিণ।
১৮। আয়েশা বেগম হুসেন, পিতা: মোহাম্মদ হুসেন ইকবাল, মাতা: মিসেস দিলফা বিবি, গ্রাম: কিসমত মাইজ ভাগ, ফুলবাড়ি।

পুরষ্কার বিভাগ: স্নাতক ডিগ্রি

১৯। নাদিয়া মরিয়ম আহমেদ, পিতা: মিঃ তারেক আহমেদ, মাতা: মিসেস মুফিদা আহমেদ, গ্রাম: বহরগ্রাম, বুধবারীবাজার।
২০। ফুয়াদ আহমেদ, পিতা: সেলিম উদ্দিন আহমেদ, মাতা: মিসেস সালেমা খাতুন, গ্রাম:বনগ্রাম, বুধবারীবাজার।
২১। আফসানা ইয়াসমিন, পিতা: মায়েজ উদ্দিন আহমেদ, মাতা: মিসেস ফাতেমা বেগম, গ্রাম: বাগিরঘাট, বুধবারীবাজার।
২২। মাহফুজুর রহমান চৌধুরী, পিতা: এম আর চৌধুরী রুহুল, মাতা: মিসেস বাবলি চৌধুরী, গ্রাম: লক্ষ্মীপাশা, লক্ষ্মীপাশা।
২৩। সামি হুসেন বারী, পিতা: আবদুল বারী, মাতা: মিসেস নবিহা খাতুন, গ্রাম: গৌরাবার, বাঘা.
২৪। শাহরিয়ার ইসলাম: পিতা: জবরুল ইসলাম লনি, মাতা: মিসেস হাসিনা বেগম, গ্রামঃ বহরগ্রাম. বুধবারীবাজার।
২৫। রুজিনা বেগম হুসেন, পিতা: মোঃ দিলওয়ার হুসেন, মাতা: মিসেস আলিয়া হুসেন, গ্রামঃ কিসমত মাইজ ভাগ, ফুলবাড়ি।