গত ২৩শে নবেম্বর সন্ধ্যা ৫:১৫ ঘটিকায় পূর্ব লন্ডনের রয়েলরিজেন্সি হলে ‘গ্লোবাল এইড ট্রাস্ট’ এর পক্ষ থেকে ‘কিউ ফেক্টর৭’ এর এক অনাড়ম্বর গালা ডিনার ও পুরস্কার বিতরণীঅনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এ বছর কেরাতপ্রতিযোগীতায় ১২ জন ফাইনালিস্টদের মধ্যে টিন গ্রুপে ৩ জনও জুনিয়র গ্রুপে ৩ জনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কার দেয়াহয়।
২০১২ সাল থেকে মুসলিম কমিউনিটির শিক্ষার্থীদের জন্যকোরআনের কেরাত প্রতিযোগিতার আয়োজন করে আসছেগ্লোবাল এইড ট্রাস্ট। কিউ ফেক্টর নামে আয়োজিত এই প্রোগ্রামটি হচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন ‘গ্লোবালএইড ট্রাস্ট’ এর একটি শিক্ষা মূলক প্রোগ্রাম। এ প্রোগ্রাম বিগত৭ বছর যাবত নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। ১ম বছরেমাত্র ৪০০ জন প্রতিযোগী হলেও এ বছরে (৭ম) ২৫২৬ জনপ্রতিযোগী দু‘টি গ্রুপে অংশ গ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্নধাপ শেষে মোট ১২ জন প্রতিযোগী ফাইনালে অংশগ্রহণ করে।এর মধ্য থেকে মোট বিজয়ী ৬ জনের মধ্যে জুনিয়র গ্রুপে ৩জন ও টিন গ্রুপে ৩ জনকে পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মাঝে প্রথম পুরস্কার ১০০০ পাউন্ড, দ্বিতীয় পুরস্কার ৭৫০ পাউন্ড এবংতৃতীয় পুরস্কার ৫০০ পাউন্ডসহ সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদানকরেন অনুষ্ঠানে আগত অতিথিরা। ৭ থেকে ১২ বছরবয়সীদের জুনিয়র গ্রুপে ১ম স্থান অধিকার করেন বার্মিংহামের১২ বছর বয়সী প্রতিযোগী মোস্তফা নাদি আল হানাফী; ১মরার্নাসআপ হন লন্ডনের প্রতিযোগী ১১ বছর বয়সী সাফওয়ানমাহদী শরীফ; দ্বিতীয় রানার্সআপ হন লন্ডনের ১১ বছর বয়সীপ্রতিযোগী সোলাইমান রহমান। ১৩ থেকে ১৯ বছর বয়সী টিনগ্রুপে ১ম স্থান অধিকার করেন সোয়ানসির প্রতিযোগী ১৪ বছরবয়সী আলা মোহাম্মদ; প্রথম রানার্সআপ হন ১৯ বছর বয়সীলন্ডনের প্রতিযোগী মিজানুল ইসলাম; দ্বিতীয় রানার্সআপ হনলন্ডনের প্রতিযোগী ১৫ বছর বয়সী হাসান আল মাহমুদ।পুরুস্কার গ্রহণের সময় বিজয়ীদের অভিভাবকগণ মঞ্চেউপস্থিত ছিলেন।‘
শেখ আব্দুল বাছির আল মাসুম ও আব্দুল্লাহ আল মওদুদ এরপরিচালনায় কেরাত প্রতিযোগিতা ‘কিউ ফেক্টর– ৭’ এর এই সফল অনুষ্ঠান আমন্ত্রিত অতিথিগণসহ সকল শ্রেণীরকোরআন প্রেমিক দর্শকগণ উপভোগ করেন। লন্ডন বাংলাটিভি (LB24) পুরো অনুষ্ঠানটি কিউ ফ্যাক্টরের ফেইসবুকপেইজের মাধ্যমে (https://www.facebook.com/qfactor.uk/videos/3127017983992091/) লাইভ সম্পচার করেন।
অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে পবিত্র কোরআন তেলাওয়াতেরমাধ্যমে উপস্থাপকগণ অনুষ্ঠান শুরু করেন। ‘কিউ ফেক্টর ৬‘ এর বিজয়ী ইব্রাহিম আল আজাদ পবিত্র কোরআন থেকেতেলাওয়াত করেন। এরপর গ্লোবাল এইড ট্রাস্টের ভাইস চেয়ারম্যান শেখ আব্দুর রহমান মাদানী স্বাগত বক্তব্য রাখেন।তিনি বলেন, জীবনে আমরা অনেক ইভেন্টে যাই। কিন্তু এই ইভেন্টটা খুবই স্পেশাল। আজকের এই ইভেন্ট আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে পৌছে দেওয়ার ইভেন্ট। এ বছর ২,৫২৬জন প্রতিযোগী অংশ নিয়েছে। এটাই প্রমাণ করছে যে আমাদের বাচ্চাদের ট্যালেন্ট আছে। চ্যানেল এস ট্রিমেন্ডাস ভূমিকা পালন করছে। তিনি অনুষ্ঠানে আগত সকলকে স্বাগত জানান এবং ‘গ্লোবাল এইড ট্রাস্ট’ এর ট্রাস্টি, ভলান্টিয়ার, মিডিয়া পার্টনার, ডোনার, স্পন্সরসহ সংশ্লিস্ট সকলকে ধন্যবাদ জানান। স্বাগত বক্তব্যের পর ‘কিউ ফেক্টর ৭’এর প্রতিযোগীরা একে একে কেরাত পাঠ করে শোনান। কেরাত পাঠ শেষে ‘চ্যানেল এস’ এর চেয়ারম্যান আহমেদুস সামাদ চৌধুরী (জেপি) ‘চ্যানেল এস’ ও ‘গ্লোবাল এইড ট্রাস্ট’ এর পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি, প্রতিযোগী ও তাদের অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। এরপর ‘গ্লোবাল এইড ট্রাস্ট’ এর সিইও ড. এ এস এম আশরাফ মাহমুদ বক্তব্য রাখেন। ‘গ্লোবাল এইড ট্রাস্ট’ এর সিইও তার বক্তব্যের প্রথমে‘কিউফেক্টর– ৭’এর মহা উদযাপনের তৌফিক দেওয়ার জন্যআল্লাহপাকের শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, এটিএকটি দুর্দান্ত সাফল্য! শুধু মাত্র আপনাদের জন্যই এই দুর্দান্তসাফল্য অর্জন সম্ভব হয়েছে। আপনাদের অংশগ্রহণ ব্যাতিত এটাকে দুর্দান্ত সাফল্য বলা যেতোনা। আমরা ‘কিউ ফেক্টর– ৭’এর গ্রান্ড ফিনালে উদযাপন করছি যা মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটি কম্পন সৃষ্টি করেছে। এটি এখন একটি ব্রান্ড নেইম। আমরা পবিত্র কোরআনের বার্তা নিয়ে প্রতিটি ঘরে নক করতে চাই। আমরা এ বছর একটি ল্যান্ড মার্ক সাফল্য অর্জনকরেছি। এ বছর ২,৫২৬ জন প্রতিযোগী অংশ নিয়েছে। গতবছরের তুলনায় এ বছর ৬০% বৃদ্বি পেয়েছে। আমরা ২৩ টি বিভিন্ন শহর পরিদর্শন করেছি এবং ২৫ টি মিনি কিউ ফ্যাক্টর আয়োজন করেছি। এ পর্যায়ে তিনি স্ক্রিনে গ্রাফিকালউপস্থাপনায় দর্শকদের সামনে সকল তথ্য উপাত্ত তুলে ধরে বলেন, এ বছর আমরা ২৩টি ভিন্ন সিটিতে গিয়েছি; আগামী বছর ইউকের ৫০ সিটিতে ৫০টি মিনি কিউ ফেক্টর আয়োজন করা সহ ১ মিলিয়ন মানুষকে এর সঙ্গে যুক্ত করতে চাই। তারপর সমগ্র ইউরোপে এটা ছড়িয়ে দিতে চাই। তিনি তার বক্তব্যের শেষে সকল প্রতিযোগী, বিজয়ী, গ্লোবাল এইড টিম, চ্যানেল এস টিম বিশেষ করে সিনিয়র প্রডিউসার আহাদ আহমেদ, প্রোগ্রাম কো অর্ডিনেটর জোনায়েদ ভূইয়া, সকল স্বেচ্ছাসেবক, বিচারক, হোস্ট, স্পনসর ও যারা ডোনেট করে এবং সমর্থন করে দোয়া করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান। সিইও‘র বক্তব্যের পর কিউ ফেক্টর ৭ এর উপর একটা ভিডিও প্রেজেন্টেশন দেখানো হয়। ভিডিও প্রেজেন্টেশনের পর আপিল করা হয়। নিউহাম কাউন্সিলের ডেপুটি স্পীকারব্যারিস্টার নাজির আহমেদ ডায়াসে এসে বারার মেয়র রুকশানা ফাইয়াজ (অবিই) এর পক্ষ থেকে উপস্থিত সবাইকেসালাম জানান এবং প্রতিযোগীদের তেলাওয়াতের ভূয়সীপ্রশংসা করেন। তিনি বলেন, এই বাচ্চারা আমাদের ভবিষ্যত, এরাই আমাদের রোল মডেল। তিনি গ্লোবাল এইড ট্রাস্টেরএই উদ্যোগের প্রশংসা করেন এবং নিউহাম কাউন্সিলের পক্ষথেকে নিজেদেরকে ডিফেক্টো হোস্ট হিসাবে ঘোষনা দিয়ে কিউফ্যাক্টরের সকল কার্যক্রমকে উক্ত বারায় স্বাগত জানান।অনুষ্ঠানের মিডিয়া পার্টনার চ্যানেল এস এর ফাউন্ডারচেয়ারম্যান মাহি ফেরদৌস জলিল বলেন, এ বছর ১০০০প্রতিযোগী বেড়েছে। এই বাচ্চারাই দুনিয়া ও আখিরাতে আলোদিবে। শুধু দুনিয়াবী শিক্ষা না বাচ্চাদেরকে আখিরাতেরশিক্ষাও দিতে হবে। তিনি এই মহতী আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। টাওয়ার হ্যামলেট কাউন্সিলেরস্পিকার ভিক্টোরিয়া ওবাজে প্রতিযোগীদের উৎসাহিত করেনএবং তাকে নিমন্ত্রণের জন্য আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞ্যাপন করেন।
অনুষ্ঠানে সকল কোয়ার্টার ফাইনালিস্ট ও সেমি ফাইনালিস্টদেরমধ্যে সার্টিফিকেট এবং ক্রেস্ট তুলে দেয়া হয়। সর্বশেষে ১২ জনফাইনালিস্টদের মধ্যে ক্রেস্ট ও পুরস্কারের চেক তুলে দেয়া হয়। এসময় গ্লোবাল এইড ট্রাস্ট এর চেয়ারম্যান ড. জিয়াউল হক, ভাইস চেয়ারম্যান শেখ আবদুর রহমান মাদানী, সিইও ড. এ এস এম আশরাফ মাহমুদ, ট্রাস্টি শেখ তারিক নসরুল্লাহ, ড. কামরুল হাসান, হাফেজ মাওলানা আবু তাহের, টাওয়ারহ্যামলেট কাউন্সিলের স্পিকার ভিক্টোরিয়া ওবাজে, নিউহাম কাউন্সিলের ডেপুটি মেয়র ব্যারিস্টার নাজির আহমেদ, ইস্টলন্ডন মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল হোসাইনখান, বিশিষ্ট সাংবাদিক ও কানেকটিং কমিউনিটিজ এরচেয়ারম্যান কে এম আবু তাহের চৌধুরী, অধ্যাপক মওলানাআব্দুল কাদের সালেহ, ইস্ট লন্ডন মসজিদের দেলোয়ারহোসেন খান, সলিসিটর আবুল কালাম, ড. মুহাম্মদ আবদুলআউয়াল, কাউন্সিলর গোলাম কিবরিয়া, কয়েছ চৌধুরী ও সন্মানিত স্পন্সরগণ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিলেতের বাংলা মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত থেকে তাদেরমধ্যে পুরস্কার তুলে দেন।
গ্লোবাল এইড ট্রাস্টের চেয়ারম্যান ড. জিয়াউল হক সমাপনী বক্তব্যে রাখেন। তিনি অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন, বিশেষ করে প্যারেন্টস যারা বাচ্চাদেরকে নিয়ে এসেছিলেন তাদেরকেসহ আগত সকল অতিথিকে ধন্যবাদ দেন ও আল্লাহর শোকরিয়া আদায় করেন। চ্যানেল এস, স্পন্সর, ডোনার, ট্রাস্টি, ভলান্টিয়ারসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী বছর আরো বড় পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
অনুষ্ঠানে প্রায় ১০০০ অতিথি উপস্থিত ছিলেন। আমন্ত্রিতঅতিথিদের বাইরেও অনেকেই অনুষ্ঠানে অংশ নেন এবংঅনুষ্ঠানটির শুরু থেকে শেষ পর্যন্ত সবাই মন প্রাণভরেউপভোগ করেন। অনুষ্ঠান শেষে আয়োজকরা সকলঅতিথিদের সুস্বাদু গালা ডিনার পরিবেশন করেন। দ্যা রয়েলরিজেন্সি, মায়েদাহ গ্রিল, ইষ্টার্ণ প্রাইড, আল বারাকা, কালামসলিসিটরস, শ্যাডওয়েল এন্টারপ্রাইজ, বি এ এক্সচেইন্জ কোম্পানী (ইউকে) লিমিটেড, নিউহাম ট্রাভেল, সোনারগাও রেস্টুরেন্ট, সৈয়দ আরিফ এন্ড কো একাউনটেন্ট ও সিটি হাইট সলিসিটরস অনুষ্ঠানটি স্পন্সর করেন।