লন্ডন ২৩ নভেম্বর: পূর্ব লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। শনিবার সকাল ৯টায় এই হত্যাকান্ড ঘটে বলে বিবিসি জানায়।
অলগেইট এলাকার বাকল স্ট্রিটের ব্লাকনি টাওয়ারের সুউচ্চ এই ভবনের বাসিন্দারা জানিয়েছেন- ভবনের ১৪তলায় এই ঘটনা ঘটতে পারে। সকালে পুলিশ এসে ভবনের প্রতিটি ফ্লোরে বাসিন্দাদের ডেকে এ বিষয়ে অবহিত করে। সকাল থেকেই পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন ভবনে অবস্থান নিয়েছে । পুলিশ ইতিমধ্যে এই হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ২জনকে আটক করেছে। । তাদের কেউ কেউ বলছেন ছুরিকাঘাতে সোমালি সম্প্রদায়ের যুবক নিহত হয়েছে।
এনিয়ে গত এক সপ্তাহে টাওয়ার হ্যামলেটসে দুটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ নিয়ে বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে। দিনে দিনে টাওয়ার হ্যামলেটস বারার আইন শৃঙ্খলার অবনতিতে ক্ষোভ প্রকাশ করছেন বাসিন্দারা।
গত মঙ্গলবার দুর্বৃত্তের ছুড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিজ ঘরের সামনে নিহত হন বাংলাদেশী বংশোদ্ভুত হিরন আলী।
London Bangla A Force for the community…
