ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কনে প্রয়াত নন্দিত কথাশিল্পী হুমায়ূন আহমেদের ছোট মেয়ে শীলা আহমেদ। দুমাস আগে তাঁদের বিয়ে হয় বলে আসিফ নজরুলের একটি ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুজনের বিয়ের একটি ছবি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, শীলা আহমেদ কাবিন নামায় স্বাক্ষর করছেন।
এর আগে আসিফ নজরুল ও শীলা আহমেদের বিয়ে নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন শোনা গেছে। সূত্রে জানা গেছে, সেই সময় তাদের মধ্যে বিয়ে হয়নি। তবে দুজনের মধ্যে চেনাজানা ছিল।
বেশ কিছুদিন আগে অভিনয়শিল্পী রোকেয়া প্রাচীর সঙ্গে আসিফ নজরুল ইসলামের বিবাহ বিচ্ছেদ হয়। তাঁর দুটি সন্তানও রয়েছে। শীলা আহমেদও বিয়ে করেছিলেন। তাঁরও দুটি সন্তান রয়েছে। তবে স্বামীর সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে গেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে আসিফ নজরুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
London Bangla A Force for the community…

Congratulations…