ব্রেকিং নিউজ
Home / বাংলাদেশ / অপু বিশ্বাসের ভিন্ন সুর!

অপু বিশ্বাসের ভিন্ন সুর!

‘ঈদ এলেই মুসলমান আর পূজার সময় হিন্দু’- ধর্ম নিয়ে নায়িকা অপু বিশ্বাসের এমন নাটক অনেকদিন ধরেই চলছে। ২০০৮ সালে গোপনে মুসলিম রীতিতে নায়ক শাকিব খানকে বিয়ে করে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন এবং নিজের নাম পরিবর্তন করে অপু ইসলাম খান রেখেছেন একথা তিনি নিজ মুখেই বলেছেন। ২০১৭ সালের ১০ এপ্রিল সন্তান জয়কে নিয়ে টিভি চ্যানেল নিউজ টুয়েন্টি ফোর এর লাইভে এসে তিনি এসব তথ্য জানিয়েছিলেন। ছেলের নাম রেখেছেন আব্রাম খান জয়; একথাও বলেছেন।
একই বছরের নভেম্বরে মিডিয়াকে জানিয়েছিলেন, তিনি নিয়মিত নামাজ ও রোজা আদায় করবেন এবং হজ্ব পালনে যাবেন। ঈদ উল ফিতর পালনের জন্য সাবেক স্বামী শাকিব খানের কাছ থেকে অর্থও নেন। আবার ঈদ উল আজহাও পালন করেন। তাছাড়া শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছিলেন, ‘আমি একজন সনাতন ধর্মের মেয়ে ছিলাম। কিন্তু শাকিব খানকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এখন ডিভোর্সের পর আমার যদি অপশন থাকতো তাহলে হয়তো আমি আবার সনাতন ধর্মে ফিরে যেতাম। আমার সন্তান এখন আমার সবচেয়ে বড় অপশন। তাই আমি আমার ছেলের জন্য ইসলাম ধর্মই পালন করবো।’
তবে সম্প্রতি ভোল পাল্টেছেন অপু বিশ্বাস। ধর্ম প্রসঙ্গে কয়েকটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেতে গিয়ে এই নায়িকা বলেন, অল্প সময়ের মধ্যে অনেক কিছু (বিয়ে-বিয়ে বিচ্ছেদ) হয়ে গেছে। আমাকে তো শাকিব কাগজ-কলমে মুসলিম করেননি। সে প্রমাণও তার কাছে নেই। আমি মনে প্রাণে বিশ্বাস করেছিলাম ইসলাম ধর্মের কথা, এখনও করি। কিন্তু আমার বাবা-মার সঙ্গে থেকে তো আমি তা পালন করতে পারি না।’
তিনি আরও বলেন, ‘সামনে আমার একটা ভালো পরিকল্পনা আছে পারিবারিকভাবে। এতদিন নিজের পরিকল্পনায় চলেছি, এবার বাড়ির কথামতো চলতে হবে। কাগজে-কলমে, মনে প্রাণে বা গরুর মাংস খেয়ে বা হজ্ব করে আমি নিজে মুসলিম হইনি। একজনকে ভালোবেসে মুসলিম ধর্মকে সম্মান দেখিয়েছি, আজও দেখাই। সব ধর্মের প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা আছে। আমার যখন শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে তখন আমি এক ঝলক কাবিননামা দেখে পরে আর তার কোনো হদিস পাইনি। আদালতের মাধ্যমে যেভাবে ধর্মান্তর করা হয়, আমার বেলায় সে রকম কিছুই হয়নি। ঈদ এবং ইসলাম ধর্মের প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। কিন্তু আমার কখনো ঈদ উদযাপন করা হয়নি। কোরবানি ঈদ থেকে শুরু করে কোনো ঈদে কোনোদিন কিংবা এখনও আমি গো-মাংস স্পর্শ করিনি। আমার বাসার কাজের লোকদের জন্য আমি খাসি কোরবানির ব্যবস্থা করি।
কোরআন শিক্ষার বিষয়ে তিনি বলেন, ‘আমি কোরআন শিখেছি, এখনও জানি, আমি পড়তেও পাড়ি। কিন্তু আমার তো ধর্ম পরিবর্তন কাগজে-কলমে হয়নি।’ অপু বিশ্বাস বলেন, আমি হিন্দু ধর্মেই আছি। আমি দূর্গা পূজা করবো এবার। আমি বরাবরই করে আসছি।’
সর্বস্তরের মানুষের প্রশ্ন শাকিব খানের সঙ্গে বিয়ে হওয়ার সময় অপু বিশ্বাস সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেন। তখন অপু বিশ্বাস নাম পরিবর্তন করে অপু ইসলাম নাম ধারণ করে বলে নিজেই জানান। ছেলেরও মুসলিম নাম রাখেন আব্রাম খান জয়। নামাজ, রোজা করছেন এবং হজ্ব পালন করবেন বলেও জানান। কিন্তু এখন আবার ধর্ম নিয়ে নাটক করা মানে- উভয় ধর্মকেই খাটো করা। যা কারও উচিত নয়। অপু বিশ্বাসের নতুন করে এই মন্তব্যের পর ফের বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।
Source: বিডি-প্রতিদিন