লন্ডনবাংলাডটকম : রাত পোহালেই জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে লন্ডন মাতবে সার্বজনীন গোলাপগঞ্জ উৎসবে। ব্রিটেনে বহুল প্রতীক্ষিত এ উৎসব আগামীকাল সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত। শুরুতে সকাল ১০টায় ঐতিহাসিক আলতাব আলী পার্ক থেকে গোলাপগঞ্জের ৫০টি সংগঠনের ব্যানারে র্যালি অনুষ্ঠিত হবে। এ র্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুভযাত্রা শুরু হয়ে ব্রাডি আর্টস সেন্টারে এসে উৎসব-আনন্দে পরিণত হবে পুরো দিন।
‘এসো হে জনে জনে শিখড়ের সন্ধানে’ এই স্লোগান নিয়ে এ উৎসবকে প্রাণবন্ত করে তুলতে নেয়া হয়েছে নানা আয়োজন। অনুষ্ঠান সফল করতে এরই মধ্যে ব্যাপক তৎপরতা শুরু করেছেন সার্বজনীন গোলাপগঞ্জ উৎসব কমিটি। ব্রিটেনে বসবাসরত গোলাপগঞ্জের বাসিন্দাদের দেয়া হয়েছে আমন্ত্রণ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চালানো হচ্ছে প্রচারণা।
উৎসবকে গোলাপগঞ্জবাসীদের মহা মিলন মেলায় রূপ দিতে সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকবৃন্দ। এ মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে সবধরনের প্রস্তুতি নিয়েছেন তারা।
সার্বজনীন গোলাপগঞ্জ উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্যস্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় হাইকমিশনার সাইদা তাছনিম মুনা, বেথনালগ্রীন বো আসনের এমপি রওশন আরা আলী, টাওয়ার হ্যামলেটস এর নির্বাহী মেয়র জন বিগস, ক্রয়ডন মেয়র হুমায়ুন কবির, হেইসস্টিং মেয়র। টওয়ার হ্যামলেটস এর ডেপুটি মেয়র, স্পীকার-সহ বিভিন্ন কাউন্সিলের কাউন্সিলারবৃন্দ।
উৎসবের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে গোলাপগঞ্জের ইতিহাস-ঐতিহ্য নিয়ে প্রামাণ্যচিত্র, গুনীজন সম্মাননা, ধামাইল নৃত্য, সিলেটের বিয়ের গান, পুঁথি পাঠ, সিলেটি নাটক, রকমারি পিঠার স্টল, নাইফ ক্রাইম ও ড্রাগের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে তরুনদের নিয়ে সেমিনার ইত্যাদি।
এছাড়া, বাংলাদেশ ও বৃটেনের খ্যাতিমান শিল্পিরা সিলেটের লোকগানে মাতিয়ে তুলবেন এ আয়োজন। জমকালো সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করবেন বাংলাদেশের খ্যাতিমান শিল্পী আশিক। বিলেতের শিল্পীদের মধ্যে মন মাতানো সঙ্গীত পরিবেশন করবেন আলাউর রাহমান, তন্নি, মিতা তাহের, সাদিয়া, বাপিতা প্রমুখ। যন্ত্র সঙ্গীতে থাকবেন অমিত দে, পাপ্পুদাস, মিতুন চক্র।
তাই ঐক্য, আনন্দ আর উৎসবে মেতে উঠতে সার্বজনীন গোলাপগঞ্জ উৎসবে যোগদান করার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকবৃন্দ।