ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে টিকে রইলেন বরিস জনসন ও জেরিমি হান্ট

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে টিকে রইলেন বরিস জনসন ও জেরিমি হান্ট

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে সর্বশেষ ২ প্রার্থী বেছে নিয়েছেন দলটির এমপিরা। বাদ পড়েছেন পরিবেশ মন্ত্রী মাইকেল গোভ। এর আগের রাউন্ডে বাদ পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। সর্বশেষ টিকে থাকা ব্যক্তিরা হলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন, ও বর্তমান পররাষ্ট্র মন্ত্রী জেরেমি হান্ট। বিবিসি, ডেইলি মেইল, গার্ডিয়ান। মাত্র ২ ভোটের জন্য বাদ পড়েন মাইকেল গোভ। এমপিদের শেষ রাউন্ড ভোটে বরিস পেয়েছেন ১৬০, জেরিমি হান্ট পেয়েছেন ৭৭ আর মাইকেল গোভ পেয়েছেন ৭৫ ভোট।

এর আগে চতুর্থ দফার ভোটিং-এও সর্বোচ্চ ভোট পেয়েছিলেন বরিস জনসন। তার প্রাপ্ত ভোট ছিল ১৫৭। মাইকেল গোভ ভোট পেয়েছিলেন ৬১টি। আর জেরেমি হান্টের ভোট ৫৯টি। ৩৪ ভোট পেয়ে বাদ পড়েন সাজিদ। মোট ৩১৩জন কনজারভেটিভ এমপি ভোট দেন। এরমধ্যে দুটি ভোট নষ্ট হয়।
চূড়ান্ত ওই দুই প্রার্থীর মধ্য থেকে একজনকে নেতা হিসেবে বেছে নিতে ২২ জুন থেকে ভোট দেওয়া শুরু করবেন রক্ষণশীল দলের এক লাখ ২০ হাজারেরও বেশি সদস্য। এর চার সপ্তাহ পর বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

credit: ওয়ানবাংলানিউজ