প্রেমিকার বিয়ে হওয়ায় আঘাত সইতে না পেরে এক তরুণ আত্মহত্যা করেছেন। মৃত মিলন হোসেন (২২) নাটোরের বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ি গ্রামের জাকাত আলীর ছেলে। শুক্রবার দুপুরে এ গ্রামে এ ঘটনা ঘটে।
মিলনের স্বজনরা জানান, প্রতিবেশী এক মেয়ের সঙ্গে ট্রাক হেলপার মিলন হোসেনের প্রেমের সম্পর্ক চলে আসছিল। বুধবার রাতে মেয়েটির পরিবার তাকে অন্যত্র বিয়ে দিলে অভিমানে বৃহস্পতিবার সকালে সে কীটনাশক পান করেন। স্বজনেরা বুঝতে পেরে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর ১২টার দিকে মারা যান মিলন।
বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন বলেন, তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
London Bangla A Force for the community…
