ব্যক্তিগত সফরে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আগামী ২০ অক্টোবর রাত পৌনে এগারোটায় সৌদিয়া এয়ারলাইন্সে ঢাকা ত্যাগ করবেন তিনি। গত মঙ্গলবার মাহবুব তালুকদারের যুক্তরাষ্ট্র সফর সংক্রান্ত চিঠি জারি করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সহকারী সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত চিঠি চিফ অ্যাকাউন্টস অফিসার, কেবিনেট সেক্রেটারি, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আগামী ২০ থেকে ৩০ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্র সফর করবেন। এটা হবে তার ব্যক্তিগত সফর। তার মেয়ে আইরিন মাহবুবা তার সঙ্গে থাকবেন। এ সময় তিনি দেশীয় মুদ্রায় আর্থিক সুবিধা পাবেন। ৩১ অক্টোবরের দিকে তার ফেরার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।।
London Bangla A Force for the community…
