এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীকে বাদ দিয়ে বিএনপিকে সঙ্গে নিয়ে কামাল হোসেনের নেতৃত্বে নতুন জোটের ঘোষণা দেওয়া হয়েছে।
একাদশ সংসদ নির্বাচনের আগে জোট গঠনের প্রক্রিয়া এবং তা নিয়ে টানাপড়েনের মধ্যে শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য ফ্রন্টের ঘোষণা আসে।
সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্য প্রক্রিয়ার কামাল হোসেন, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির আ স ম রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ছিলেন।
সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্য ফ্রন্টের ৭ দফা ঘোষণা পড়ে শোনান মান্না, যিনি বি চৌধুরী নেতৃত্বাধীন যুক্তফ্রন্টেরও সদস্য সচিব।
যুক্তফ্রন্ট ও বিকল্পধারা সভাপতি বি চৌধুরী ছিলেন না এই সংবাদ সম্মেলনে। তার আগে কামাল হোসেনের বাড়ি থেকে ফিরে গিয়ে আলাদা সংবাদ সম্মেলন ডাকার ঘোষণা দেন বি চৌধুরী।