অসুস্থতার কারণে মুবাই ছেড়ে আমেরিকায় পাড়ি দিয়েছেন বলিউড অভিনেতা ঋষি কাপুর। হঠাৎ আমেরিকায় পাড়ি দেয়ায় তাকে ঘিরে সোশ্যাল মিডিয়া চলছে গুঞ্জন। অনেকেই মন্তব্য করছে জটিল রোগে আক্রান্ত হয়েছেন এই অভিনেতা। আবার কেউ বলছে- ক্যান্সারে আক্রান্ত হয়েছে ঋষি কাপুর।
নেটিজেনরা যখন ঋষি কাপুরের রোগ নিয়ে গুঞ্জনে ব্যস্ত তখন মুখ খুললেন ছেলে রণবীর কাপুর৷ রণবীর বলেন, ‘আমরা এখনো তার রোগ সম্পর্কে জেনে উঠতে পারিনি৷ বাবা নিজেও জানেন না তার কী রোগ হয়েছে৷ এখনো কোনো শারীরিক পরীক্ষা হয়নি৷ তা স্বত্ত্বেও চারদিকে রটে গিয়েছে বাবা নাকি ক্যানসারে আক্রান্ত৷ এবং সেটা নাকি অ্যাডভান্স স্টেজে পৌঁছে গেছে৷ আগে তার শারীরিক পরীক্ষা তো হোক৷ ফলাফল যাই হোক না কেন তা ঠিক সময়মতো জানিয়ে দেয়া হবে৷ সবে বাবা আমেরিকা পৌঁছেছে৷ চিকিৎসা শুরু হবে৷ সব ধরনের প্রস্তুতি চলছে৷ রোগ ধরা পরার পরই চিকিৎসা শুরু হবে৷ তার আগে এই সব জল্পনা বন্ধ হওয়া দরকার৷’
আমেরিকা যাওয়ার আগে ঋষি কাপুর একটি ট্যুইট করেন৷ তাতে তিনি লেখেন, হ্যালো অল৷ কয়েকদিনের জন্য কাজ থেকে ছুটি নিচ্ছি৷ চিকিৎসার জন্য আমেরিকায় যাচ্ছি৷ সকল শুভাকাঙ্খীর কাছে আবেদন যেন তারা আমায় নিয়ে কোনো চিন্তা না করে৷ আর অবশ্যই যেন অপ্রয়োজনীয় জল্পনা না রটায়৷ খুব তাড়াতাড়ি ফিরে আসব৷
ইত্তেফাক
London Bangla A Force for the community…
