পুরোদস্তুর ক্রিকেটার হয়ে উঠার আগেই বিয়ে করে দাম্পত্য ইনিংসটা শুরু করেছিলেন জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। তবে সম্প্রতি স্ত্রী সামিয়া শারমিন উষার সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। তাদের ছাড়াছাড়ির খবরও গণমাধ্যমে আসছিল।
এবার সামিয়ার বড় ভাই মোজাম্মেল কবির সেই গুঞ্জনের পালে হাওয়া উস্কে দিলেন। সামিয়া আর মোসাদ্দেকের সঙ্গে সংসার করবে না বলে বুধবার গণমাধ্যমকে সাফ জানিয়ে দিয়েছে মোজাম্মেল ও তার পরিবার।
গেল ২৬ আগস্ট ময়মনসিংহের সদর আমলি আদালতে স্বামী মোসাদ্দেক হোসেন সৈকতের বিরুদ্ধে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের অভিযোগে এনে মামলা দায়ের করেন সামিয়া।
বিচারক মামলাটি গ্রহণ না করে মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়।
আদালতের দেয়া নির্দেশের পর সমঝোতার জন্য মোসাদ্দেক ও সামিয়াকে মঙ্গলবার বিকেলে জেলা মহিলা বিষয়ক অধিদফতরে পৃথকভাবে ডেকে এনে উভয়পক্ষের সাথে কথা বলে সমঝোতার চেষ্টা করা হয়।
তবে শেষ পর্যন্ত সামিয়ার পরিবার মেয়েকে আর মোসাদ্দেকের সঙ্গে সংসার করতে দিতে রাজি নয়, এমনকি সামিয়া নিজেও আগ্রহী নন বলে জানা যায়।
ব্রেকিংনিউজ
London Bangla A Force for the community…
