২০ দলীয় জোটের শরিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান উপস্থিত আছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শুরু হয়।
বৈঠকে শরিক দলগুলোর মধ্যে আছেন জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আবদুল হালিম, বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, খেলাফত মজিলসের মহাসচিব আহমদ আবদুল কাদের, কল্যাণ পাটির্র চেয়ারম্যান সৈয়দ মুহম্মদ ইব্রাহিম, এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ, জাগপার ব্যারিস্টার তাসমিয়া প্রধান, জমিয়তের (একাংশ) মহিউদ্দীন ইকরাম, জমিয়তের (অপর অংশ) নূর হোসাইন কাসেমী, ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান আবদুর রকিব, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া প্রমুখ।
জোটের শরিক বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া বাংলা ট্রিবিউনকে জানান, বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জোটের অবস্থা, আগামী নির্বাচন, জাতীয় ঐক্য প্রক্রিয়াসহ নানা বিষয়ে কথা হবে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, জোটের বৈঠকে সবগুলো শরিকদলের প্রতিনিধিরা উপস্থিত আছেন।