গাজীপুরে কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে বলে জানা গেছে। প্রিজাইডিং কর্মকর্তারা জানিয়েছেন ব্যালট শেষ হওয়ার কারণে এসব কেন্দ্রে ভোট স্থগিত রয়েছে।
এদিকে বিএনপির পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার অভিযোগ কেরছেন বেশ কয়েটি কেন্দ্রে বিএনপির কোনও পোলিং এজেন্টকে ঢুকতে দেয়া হয়নি। অনেক কেন্দ্র থেকে আবার বেরও করা হয়েছে।
জানা যায়, কোনাবাড়ীর গ্রেটম্যাট পাইমারি স্কুল ৬২ নম্বর ভোট কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ব্যালট পেপার শেষ হওয়ায় ভোটগ্রহণ বন্ধ রয়েছে। এ কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ৫২ জন। এরমধ্যে ৩০০ মতো ভোট পড়েছে।
কেন্দ্রে বিএনপির এজেন্ট না থাকা প্রসঙ্হে তিনি বলেন, কেন তারা কেন্দ্রে আসেনি এটা আমি বলতে পারবো না।
হাসান সরকার অভিযোগ করেছেন, তিনি ৪টি কেন্দ্রে ঘুরে বিএনপির কোনও পোলিং এজেন্ট খুঁজে পাননি। এর মধ্যে একটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ। আরেকটি কেন্দ্রের দু’টি বুথেও ভোটগ্রহণ বন্ধ রয়েছে।
London Bangla A Force for the community…
