উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ঠিক কোন বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সে বিষয়ে এখনও কিছু আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সাংবাদিকদের ট্রাম্প জানান, ‘আমরা গুরুত্বপূর্ণ একটি দলিলে স্বাক্ষর করেছি। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
এদিকে উত্তর কোরীয় নেতা কিম এই বৈঠকের জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের বৈঠকটি ঐতিহাসিক এবং অতীত ভুলে নতুন করে সামনে এগিয়ে নিতেই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।’
‘বিশ্ব অনেক বড় পরিবর্তন দেখতে যাচ্ছে’ বলেও উল্লেখ করেন এ উত্তর কোরীয় নেতা।
এর আগে আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় সিঙ্গাপুরের স্যান্টাসা দ্বীপে বৈঠক শুরু করেন দুই নেতা।
প্রথমেই দুই দেশের পতাকার সামনে দাঁড়িয়ে হাত মেলান ট্রাম্প-কিম। ১২ সেকেন্ড ধরে হ্যান্ডশেক করেন তারা। কিমই প্রথম উপস্থিত হয়ে ট্রাম্পের জন্য অপেক্ষা করেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, শুরুতেই হয় ৪০ মিনিটের একান্ত বৈঠক। পরে শীর্ষ কর্মকর্তাদের নিয়ে খাবারের টেবিলে আরও দুদফা বৈঠক করেন এই দুই নেতা।
বৈঠক শুরুর আগে থেকেই ট্রাম্প বলেছিলেন,এটা ভালো বৈঠক হবে। আর কিম বলেন, ‘এমন অবস্থায় আসা সহজ ছিল না।’ সাংবাদিকদের তিনি বলেন, শান্তি জন্য বড় এক ঘটনা ছিল আজকের দিনটি।’