তুরস্কের কোনো যুদ্ধবিমান সিরিয়ার আকাশ সীমায় ঢুকলে ধ্বংস করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সিরীয় সরকার। দেশটির সীমান্তে কুর্দি সন্ত্রাসীদের দমনে যখন আংকারা প্রস্তুতি নিচ্ছে, এমন সময় এই হুঁশিয়ারি দেয়া হলো।
কুর্দি মিলিশিয়াদের দমনে বারবারই প্রত্যয় জানিয়ে আসছিলেন তুর্কি কর্মকর্তারা। তারা জানান, কুর্দি সন্ত্রাসী বাহিনী ওয়াইপিজেকে দমনে আফ্রিকা ও সিরিয়ার উত্তরাঞ্চলে যেকোনো সময় হামলা চালাবে তারা।
এদিকে কুর্দি অঞ্চলে ৩০ হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্ক মার্কিন প্রশাসনের এ ধরনের পদক্ষেপকে কুর্দি সন্ত্রাসীদের বাঁচানোর প্রচেষ্টা হিসেবে দেখছে।
এরইমধ্যে সিরিয়া সরকার হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের আকাশ সীমায় কোনো তুর্কি বিমান ঢুকলে তা গুলি করে ভূপাতিত করা হবে।
London Bangla A Force for the community…
