৩০ মার্চ ২০১৬: যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ বুধবার বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে বিএনপির চেয়ারপারসনসহ ২৮ জনের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।
আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসে পেট্রলবোমা মেরে যাত্রী হত্যার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে আজ অভিযোগপত্র গ্রহণ করেন বিচারক।
একই সঙ্গে বিচারক আগামী ২৭ এপ্রিল গ্রেফতারি পরোয়ানা সংক্রান্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন।
London Bangla A Force for the community…
