২৯ মার্চ, ২০১৬: কারামুক্ত সিলেট সিটি করপোরেশনের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরী সিলেটে এসে পৌঁছেছেন। মঙ্গলবার সকাল সোয় ১১টার দিকে তিনি সিলেট এসে পৌঁছান। এ তথ্য নিশ্চিত করেছেন- কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য ও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী। তিনি জানান, মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টার দিকে সিলেটে উদ্দেশ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ত্যাগ করেন। সকাল সোয়া ১১টায় তিনি সিলেট এসে পৌঁছান।
আরিফ সড়ক পথে সিলেট আসছেন জানিয়ে আব্দুর রকিব জানান, সিলেট এসেই তিনি তার অসুস্থ মা আমিনা খাতুনকে দেখতে মাউন্ট এডোরা হাসপাতালের অবস্থান করেন। বর্তমানেও আরিফ সেখানে রয়েছেন। প্রসঙ্গত, গতকাল সোমবার দুপুরে প্রায় ১৫ মাস পর কারামুক্ত হয়েছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র (সাময়িক বরখাস্তকৃত) আরিফুল হক চৌধুরী। এরপর দলীয় নেতাকর্মীরা তাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই তিনি আজ সিলেট এসেছেন।
London Bangla A Force for the community…
