২৭ মার্চ, ২০১৬: পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি পার্কে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫৮ জন নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় ইকবাল টাউনের গুলশান-ই-ইকবাল পার্কে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
ইকবাল টাউনের পুলিশ সুপার ড. মুহাম্মদ ইকবাল জানান, এটি আত্মঘাতী হামলার ঘটনা। রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যরা শিশুদের নিয়ে যখন পার্কে বেড়াতে গিয়েছিল, তখনই ওই পার্কে বিস্ফোরণ ঘটে।
উদ্ধার কাজে নিয়োজিত প্রাদেশিক সরকারি কর্মকর্তা জানান, সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে তাদের কাছে জরুরি বার্তা আসে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ২৩টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।
তিনি জানান, বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫৮জন নিহত এবংদু্ই শতাধিক আহত হন। হতাহতদের বেশিরভাগই নারী এবং শিশু।
এদিকে লাহোরের সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এবং ঘটনাস্থল পুলিশ ঘেরাও করে রেখেছে।
তালেবান বিদ্রোহ, শিয়া-সুন্নি সাম্প্রদায়িক দাঙ্গায় ক্ষতবিক্ষত পাকিস্তানে এ ধরনের সহিংসতার ঘটনা ক্রমেই বেড়ে চলছে। লাহোর পাকিস্তানের বৃহত্তম এবং ধনী প্রদেশ পাঞ্জাবের রাজধানী। সূত্র: ডন