২৭ মার্চ, ২০১৬: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারের জন্য আইনি লড়াই করা হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বেলা সোয়া ১১টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, ইন্টারপোলের কাছে সরকার মিথ্যা তথ্য দিয়ে তারেক রহমানের নামে রেড এলার্ট জারি করিয়েছিল। যা ইতোমধ্যে ইন্টারপোল প্রত্যাহার করে নিয়েছে। ইন্টারপোলে মিথ্যা তথ্য সরবরাহের কারণে পুলিশের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে বলেও এ সময় মন্তব্য করেন ফখরুল।
London Bangla A Force for the community…
