২৭ মার্চ, ২০১৬: গুরুতর আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর সরকারের দুই মন্ত্রী স্বপদে বহাল থাকার বিষয়টি নৈতিকতার সঙ্গে জড়িত, তাদের মন্ত্রীত্ব থাকবে কি না এ ব্যাপারে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
রবিবার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
এর আগে আদালত আবমাননার অভিযোগ শুনানি করে দুই মন্ত্রীর নিশঃর্ত ক্ষমার আবেদন খারিজ করে দেন আদালত। দুই মন্ত্রীকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডেও দণ্ডিত করে আদালত।
এ বিষয়ে শুনানির জন্য আদালত অবমাননার মামলাটি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের এক নম্বর কার্যতালিকায় ছিল।