২৬ মার্চ ২০১৬: প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন মুস্তাফিজুর রহমান।
শনিবার কলকাতার ইডেন গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ২২ রান রান দিয়ে ৫ উইকেট নেন মুস্তাফিজুর রহমান।
চতুর্থ ওভারে বোলিং করতে এসেই সাফল্য পান কাটার মাস্টার মুস্তাফিজ। ওভারের শেষ বলে দারুণ এক স্লোয়ার কাটারে মুস্তাফিজ বোল্ড করেন হেনরি নিকোলকে।
মুস্তাফিজের দ্বিতীয় শিকার কিউই দলপতি কেন উইলিয়ামসন। নবম ওভারে বল করতে এসে মুস্তাফিজের অফ স্ট্যাম্পে পিচ করা বল পড়তে না পেরে স্কয়ার দিয়ে ব্যাট চালাতে চেয়েছিলেন উইলিয়ামস। মুস্তাফিজের স্লোয়ারে উড়ে যায় উইলিয়ামসনের অফ স্ট্যাম্পটি।
১৮ তম ওভারে বোলিংয়ে এসেই আবার সাফল্য পান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আগের ব্যাটসম্যানদের মতো গ্রান্ট ইলিয়ট ও পড়তে পারলেন না মুস্তাফিজকে। তার স্লোয়ার অফ কাটারে মিড অনে চমৎকার এক ক্যাচ ধরেন শুভাগত হোম।
শেষ ওভারের চতুর্থ ও পঞ্চম বলে বোল্ড করেন সান্টনার ও নাথান ম্যাককুলামকে। কাটার বলে প্রথমে উড়ে যায় সান্টনারের অফ স্ট্যাম্প, পরের কাটার বলেও বোল্ড হন নাথান ম্যাককুলাম।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা বোলিং ফিগার এটি। এছাড়া বাংলাদেশের পক্ষে সেরা বোলিং ফিগার। এর আগে চলতি বিশ্বকাপে সাকিব ওমানের বিপক্ষে ধর্মশালায় ৩ ওভারে নেন ৪ উইকেট।
বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এটি দ্বিতীয় কীর্তি।এর আগে ২০১২ সালের ১৮ জুলাই ইলিয়াস সানী আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ ওভারে ১৩ রানে নেন ৫ উইকেট। নিজের টি-টোয়েন্টি অভিষেক ম্যাচেই ৫ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার।
মুস্তাফিজের টি-টুয়েন্টি বিশ্বকাপের এমন অর্জনের পর বসে নেই টাইগার ক্রিকেট ভক্ত সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুস্তাফিজকে নিয়ে অভিনন্দনের পসরা সাজিয়েছে তারা।
এছাড়া ক্রিকেটার তাসকিন আহমেদ, লিটন দাস সহ গণমাধ্যমের আলোচিত তারকারা অনেকেও ফেসবুকে অভিনন্দন জানিয়েছেন বিস্ময়বালক মুস্তাফিজুর রহমানকে।