২৫ মার্চ, ২০১৬: সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ পন্থী সাদা প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনসহ ৮ জন এবং বিএনপি পন্থী নীল প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ৬ জন জয়ী হয়েছেন। শুক্রবার সকাল ৮টায় ফল ঘোষণা করা হয়।
সহ-সভাপতি পদে ফাহিমা নাসরিন মুন্নি (নীল), তাহেরুল ইসলাম (সাদা), সহসম্পাদক পদে এ কে এম রবিউল ইসলাম সুমন (সাদা), শেখ সিরাজুল ইসলাম (সাদা) আর কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন মো. রমজান আলী শিকদার (সাদা)।
সদস্যপদে নির্বাচিত হয়েছেন শামীম আজিজ (সাদা), নাসরিন রিনা (সাদা), নাসির উদ্দিন সম্রাট (নীল), ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম (নীল), রেজাউল ইসলাম রেজা (নীল), আজিজ মিয়া মিন্টু (সাদা) ও কামাল হোসেন (নীল)।
বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পাঁচ হাজার ৩৬ ভোটারের মধ্যে দুই দিনে মোট তিন হাজার ৯২১ জন ভোট দিয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা থেকে গণনা শুরু হয়।
London Bangla A Force for the community…
