ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / ‘হাতিরঝিলে হবে সিডনির আদলে অপেরা’

‘হাতিরঝিলে হবে সিডনির আদলে অপেরা’

২৫ মার্চ ২০১৬: রাজধানীকে আইকন সিটি হিসেবে গড়ে তুলতে হাতিরঝিলের নানা উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ‘সিডনি’র বিশ্বখ্যাত অপেরা হাউসের আদলে হাতিরঝিলেও গড়ে তোলা হবে অপেরা হাউস।’  শুক্রবার সকালে হাতিরঝিল ও গুলশান লেক এলাকা পরিদর্শনের পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পরিদর্শকালে মোশাররফ হোসেনের সঙ্গে ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। তারা এলাকার পূর্বপার্শ্বে নির্মাণাধীন বিনোদন কেন্দ্র অ্যাম্ফিথিয়েটার পরিদর্শন ও নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। সে সময়, থিয়েটারের নকশা ও নির্মাণশৈলী নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন মন্ত্রী। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর জানান, বিনোদন কেন্দ্রের পাশাপাশি এখানে দেশের বড় বড় রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোও আয়োজন করা হবে। পরিকল্পনা, আন্তর্জাতিক দরপত্র ও নকশা প্রণয়ন করেই আন্তর্জাতিক মানের অপেরা হাউস তৈরির কথাও বলেন তারা।