২৪ মার্চ ২০১৬: যুক্তরাষ্ট্রের ফরচুন ম্যাগাজিনের তৈরি করা বিশ্বের প্রভাবশালী শীর্ষ ব্যক্তিদের তালিকায় দশম স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাইম গ্রুপের বাণিজ্য বিষয়ক সাময়িকীটি বৃহস্পতিবার এই তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় দশম স্থানে রয়েছে শেখ হাসিনার নাম। যুক্তরাষ্ট্রের সাময়িকীটির ওয়েবসাইটে তালিকায় স্থানপ্রাপ্তদের নাম প্রকাশ করে বলা হয়- ব্যবসা, সরকার ব্যবস্থা, বিশ্বপ্রীতি ও কলায় এবং সারাবিশ্বে এই মানুষগুলো পরিবর্তন আনছেন একই সঙ্গে অন্যদেরও তা করতে অনুপ্রেরণা দিয়ে চলেছেন। প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের নেত্রী অং সান সু চি রয়েছেন তৃতীয় স্থানে। নারীদের মধ্যে সবার শীর্ষে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। শীর্ষ স্থানে থাকা অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোসের পরই রয়েছেন তিনি।
ফরচুনের তালিকায় এরপর পর্যায়ক্রমে রয়েছেন- পোপ ফ্রান্সিস, টিম কুক, জন লিজেন্ড, ক্রিস্টেয়ানা ফিগুয়েরার্স, পাউল রায়ান, রুথ বাদের গিন্সবার্গ প্রমুখ।
London Bangla A Force for the community…
