২৪ মার্চ, ২০১৬: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় জড়িত সন্দেহে শ্রীলঙ্কার একটি বেসরকারি ফাউন্ডেশনের ছয় কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির একটি আদালত।
বৃহস্পতিবার ফিলিপাইনের জাতীয় দৈনিক ইনকোয়ারারের এক প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিটের তদন্তের পর গত সোমবার কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট জিহান পিলাপিটিও ওই নিষেধাজ্ঞা জারি করেন।
শ্রীলঙ্কার পুলিশ বলছে, বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্ট থেকে চুরি যাওয়া অর্থের কিছু ওই ছয়জনের কাছে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।
শ্রীলঙ্কার ইমিগ্রেশন বিভাগের মুখপাত্র লাকসান জয়সা বলেন, আদালতের আদেশ বাস্তবায়ন করা হবে।
আদালতকে দেশটির পুলিশ জানায়, গত ২৮ জানুয়ারি রাজধানী কলম্বোর একটি প্রাইভেট ব্যাংকে শ্রীলঙ্কার শালিকা ফাউন্ডেশন একটি নতুন অ্যাকাউন্ট চালু করে। এর মাত্র ছয়দিন পর ওই অ্যাকাউন্টে ২০ মিলিয়ন মার্কিন ডলার স্থানান্তর হয়। পরে ওই ব্যাংকের পক্ষ থেকে অর্থ স্থানান্তরের বিষয়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে সতর্ক করে অর্থ ফেরত পাঠানো হয়।