১৭ মার্চ ২০১৬: বিশ্বের প্রথম পুরোপুরি ইলেকট্রিক পাওয়ারের ডাবল ডেকার বাস উন্মোচন হল। চীনা নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি এই বাস নির্মাণ করে।
এই বাস একটি সিঙ্গেল চার্জে ১৮০ মাইল পর্যন্ত যেতে সক্ষম। অর্থাৎ রিচার্জ ছাড়াই সারাদিন বাসটি সার্ভিস দিতে পারবে । ট্রান্সপোর্ট ফর লন্ডন জানিয়েছে, ইলেকট্রিক বাসের কার্বন ইমিশন অনেক কম আর তাই লন্ডনের বায়ুকে তা যথেষ্ট ভালো রাখবে। নতুন এই বাসটি রুট ৯৮ এ চালু হবে। বেশ কিছু সিঙ্গেল ডেকার ইলেকট্রিক বাস জুলাই থেকে লন্ডনের রাস্তায় চলছে।
পাইলট প্রজেক্টের অংশ হিসাবে এপ্রিলে এই বাস যাত্রা শুরু করবে।
London Bangla A Force for the community…
