১৬ মার্চ, ২০১৬: ভারতে অনুষ্ঠেয় আইসিসি ষষ্ঠ টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচেই ফিরছেন ‘দ্য কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। আগামী ২১ মার্চ বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার এ ম্যাচটি অনুষ্ঠিত হবে। একথা জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ ভারতের কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলা শেষে ধারাভাষ্যকারের প্রশ্নের জবাবে মাশরাফি এ কথা বলেন।
মাশরাফি বলেন, ‘আজ আমরা ভালো খেলিনি, বিশেষ করে বোলিংটা খারাপ হয়েছে। প্রথম ছয়টি ওভার তেমন ভালো ছিল না আমাদের। এমনকি পরে এসেও বোলিংয়ে তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারিনি।’
তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগামী খেলা ২১ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে। আশা রাখি সে ম্যাচে ছন্দে ফিরতে পারবো। তবে কলকাতা থেকে বেঙ্গালুরুতে যেতে হবে, ঠিকমতো সময় নিয়ে অনুশীলনও করতে হবে। এটাই এখন মূল ভাবনা।’
মুস্তাফিজকে এই ম্যাচেই দেখার কথা ছিল, কিন্তু কী হলো- এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘ইনজুরি কাটিয়ে তার অবস্থা এখন বেশ ভালো। আশা করি অস্ট্রেলিয়ার বিপক্ষেই তাকে দলে পাবেন।’
এদিকে, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে ৫৫ রানের জয় পেয়েছে।
London Bangla A Force for the community…
