ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / নূর হোসেনের আরো একটি মামলা প্রত্যাহার

নূর হোসেনের আরো একটি মামলা প্রত্যাহার

১৪ মার্চ ২০১৬: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত আরো একটি চাঁদাবাজির মামলা প্রত্যাহার করে নেয়া হয়েছে। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালতে হাজির হয়ে বাদী মুরাদ হোসেন মামলাটি প্রত্যাহার করে নেন। মুরাদ হোসেন একজন চুনা ব্যবসায়ী। কোর্ট পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত বাদীর আবেদন মঞ্জুর করেছেন। এর আগে ১১ জানুয়ারি বাদী অটোরিকশা চালক সাইদুল ইসলাম একটি চাঁদাবাজি মামলা আদালত থেকে প্রত্যাহার করে নেন। জানা যায়, সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় মুরাদ হোসেনের মালিকানাধীন মেসার্স মেঘনা লাইমস নামে একটি চুনা তৈরির কারখানা রয়েছে। ২০১২ সালের ২ মে সেই কারখানায় ১০ লাখ টাকা চাঁদার দাবিতে নূর হোসেনসহ তার সহযোগীরা প্রতিষ্ঠানে হামলা চালায়।

ওই সময় কারখানার নিরাপত্তাকর্মীসহ অতিরিক্ত পরিচালক আব্দুল মালেককে মারধর করে চুনা বিক্রির ১২ লাখ টাকা ক্যাশ থেকে নিয়ে যায় এবং প্রতি মাসে ১০ লাখ টাকা করে চাঁদা না দিলে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ২০১৪ সালের ২৯ জুন আদালতে মামলা দায়ের করা হয়। অন্যদিকে সাত খুন মামলার বাদী সেলিনা ইসলাম বিউটির আইনজীবী সাখাওয়াত হোসেন খান জানান, নূর হোসেন এতোটাই ক্ষমতাধর যে, সাতজনকে খুন করার পরও কারাগারে হাস্যোজ্জ্বলভাবে জীবন-যাপন করছে। আবার তিনি মামলা প্রত্যাহার করতে উচ্চ আদালতে আবেদন করেছেন। আর নূর হোসেনের সন্ত্রাসীরা বাইরে তৎপর রয়েছে। তারা ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার বাদীদের চাপ সৃষ্টি করে মামলা প্রত্যাহার করাতেই পারে।