১২ মার্চ, ২০১৬: বিদেশি কর্মী নেয়া সম্পূর্ণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। শনিবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির উপ প্রধানমন্ত্রী দাতো সেরি আহমেদ জাহিদ হামিদি। তিনি বলেছেন, এই সিদ্ধান্তের অর্থ বাংলাদেশ থেকে ১৫ লাখ কর্মী আনার পরিকল্পনাও বাতিল করা হলো।
তিনি জানান, নতুন করে আর একজনও বিদেশি কর্মী নেয়া হবে না। এখন চাকরিদাতারা চাইলে বর্তমানে দেশে অবস্থানরত অবৈধ অথবা বৈধতার মেয়াদোত্তীর্ণ কর্মীদের জন্য বৈধতা চেয়ে আবেদন করতে পারেন।
তিনি আরো জানান, আগামী ৩০ জুন পর্যন্ত বৈধতার আবেদনের শেষ সময় ছিল। এখন তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছে।
বারবার বলার পরও নিয়োগকারীরা সরকারের নির্দেশনাকে উপেক্ষা করায় ক্ষোভ প্রকাশও করেন তিনি। মালয়েশিয়ায় আর কোনো অনিবন্ধিত শ্রমিক থাকতে পারবে না বলেও জানিয়ে দেন।
এদিন নিজ নির্বাচনী এলাকায় নতুন গ্রাম প্রধানের নিয়োগপত্র হস্তান্তরের সময় এ তথ্য জানান উপ-প্রধানমন্ত্রী।