১২ মার্চ ২০১৬: আয়ারল্যান্ডের বিপক্ষে ভেস্তে যাওয়া ম্যাচে বাংলাদেশের একাদশে ছিলেন না আরাফাত সানি। তাসকিন আহমেদ অবশ্য ছিলেন। সানি আজ দলের সঙ্গেও থাকতে পারছেন না। বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে চেন্নাইয়ে থাকতে হবে তাঁকে। যে পরীক্ষা তাসকিন দেবেন আগামী সোমবার।
গত বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর সানি আর তাসকিনের অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন দুই আম্পায়ার সুন্দরম রবি ও রড টাকার। দুজনের বিরুদ্ধেই বল করার সময় কনুই ১৫ ডিগ্রির বেশি বেঁকে যাওয়ার অভিযোগ করেন তাঁরা। নিয়ম অনুযায়ী, কোনো বোলারের অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠলে ১৪ দিনের মধ্যে আইসিসির অনুমোদিত ল্যাবে পরীক্ষা দিতে হবে তাঁকে।
ওমানের বিপক্ষে বাংলাদেশের পরের ম্যাচ আগামীকাল রোববার। বাছাইপর্বের ম্যাচটি খেলেই তাসকিন রওনা হবেন চেন্নাইয়ের উদ্দেশে। তবে বাঁহাতি স্পিনার সানির পরীক্ষাটা আগেই করিয়ে নিতে চাইছে বাংলাদেশ। দুজনকে আলাদা দিনে চেন্নাই পাঠানো নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খানের ব্যাখ্যা, ‘শুক্রবারের ম্যাচে তাসকিন দলে ছিল। ফাস্ট বোলার হিসেবে একটানা খেলার পর ভ্রমণ করলে সে ক্লান্ত হয়ে পড়তে পারে। তা ছাড়া বাছাইপর্বের শেষ ম্যাচে তাকে আমাদের প্রয়োজন। সে জন্যই তাসকিনকে আমরা পরে পাঠাচ্ছি।’
আকরামের ব্যাখ্যা অনুযায়ী, ওমানের বিপক্ষে সানির না খেলার সম্ভাবনাই বেশি। পরীক্ষা দেওয়ার পর সোমবার দিল্লিতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। বাছাইপর্বের বাধা পেরোতে পারলে আগামী বুধবার সুপার টেনে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটির ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন্স।