ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাক-নিবন্ধন শুরু ২০ মার্চ

হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাক-নিবন্ধন শুরু ২০ মার্চ

১২ মার্চ, ২০১৬: ২০ মার্চ থেকে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের অনলাইন প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী হজ মেলার উদ্বোধনকালে একথা বলেন তিনি।

হয়রানি থেকে বাঁচতে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রথমবারের মতো প্রাক-নিবন্ধন কার্যক্রম চালু হচ্ছে বলেও জানিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘সব ধরনের হয়রানি থেকে মুক্ত রাখতে প্রথমবারের মতো প্রাক-নিবন্ধন কার্যক্রম চালু হতে যাচ্ছে। আগামী ২০ মার্চ থেকে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের অনলাইন প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হবে।’

এ বছর বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং অবশিষ্ট ৯১ হাজার ৭৫৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন।

এদিকে এবার প্রথমবারের মতো হজযাত্রীদের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) মাধ্যমে টাকা জমা দিয়ে কুরবানীর কাজ সম্পাদন করতে হবে বলে সৌদি কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছে।