ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / আম্পায়ারদের সিদ্ধান্তে ক্ষুব্ধ কোচ হাথুরুসিংহ

আম্পায়ারদের সিদ্ধান্তে ক্ষুব্ধ কোচ হাথুরুসিংহ

১০ মার্চ, ২০১৬: বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ ও স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি পাঠিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আর প্রায় দুই বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলার পর হঠাৎ তাসকিন-সানির বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় ক্ষুব্ধ বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বৃহস্পতিবার ধর্মশালায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার বোলারদের নিয়ে যদি তাদের (আইসিসি) উদ্বেগ থেকে থাকে, তাহলে তাদের কাজ-কারবার নিয়েও আমার প্রশ্ন আছে। আমিও তাদের কাজটা সঠিক মনে করছি না। গত ১২ মাস ধরে তারা (তাসকিন-সানি) এভাবেই বল করে আসছে। এই আম্পায়াররা যেহেতু তাদের (তাসকিন-সানি) ম্যাচে আগেও দায়িত্ব পালন করেছেন, কে জানে…কাল নিশ্চয়ই ওরা অন্য কোনোভাবে বল করেছে।’
তবে হঠাৎ আসা এই ঝামেলা ভালোভাবেই সামলে ওঠা যাবে বলে বিশ্বাস হাথুরুসিংহের। তিনি বলেন, ‘বোলার হিসেবে দুজনই যথেষ্ট দৃঢ় মানসিকতার এবং জানে তারা ঠিক কাজটাই করছে। আমিও মনে করি বিষয়টা নিয়ে আমাদের দুশ্চিন্তার কিছু নেই।’
বুধবার ম্যাচের পর পরই তাসকিন, সানির বোলিং অ্যাকশন নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে সন্দেহের কথা জানান ভারতীয় আম্পায়ার সুন্দরম রবি ও অস্ট্রেলিয়ার রড টাকার। বৃহস্পতিবার দেওয়া আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত পরীক্ষা কেন্দ্রে তাসকিন-সানির বোলিং অ্যাকশনের পরীক্ষা হবে সাত দিনের মধ্যে।