৮ মার্চ ২০১৬: খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে তলব করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তাদেরকে আগামী ১৫ই মার্চ আদালতে হাজির হতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুলও জারি করেছে আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের ৯ বিচারকের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। গত শনিবার এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল প্রধান বিচারপতিকে বাদ দিয়ে মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলীর আপিলের পুনঃশুনানি দাবি করেন। অন্যদিকে এই মামলার শুনানির সময় প্রধান বিচারপতির কিছু মন্তব্যের কারণে তার পদত্যাগ দাবি করেন আ ক ম মোজাম্মেল হক।
London Bangla A Force for the community…
