ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / রেমিট্যান্স প্রবাহ কমছে

রেমিট্যান্স প্রবাহ কমছে

৩ মার্চ, ২০১৬: চলতি (২০১৫-১৬) অর্থবছরের প্রথম থেকেই রেমিট্যান্স প্রবাহে মন্দাভাব দেখা যাচ্ছে। এরই মধ্যে গত ফেব্রুয়ারিতে অর্থাৎ অর্থবছরের অষ্টম মাসে রেমিট্যান্স আরো কমেছে। গত মাসে আসা রেমিট্যান্স আগের মাস জানুয়ারির চেয়ে এক দশমিক ৬৯ শতাংশ এবং আগের বছরের একই মাসের তুলনায় পাঁচ দশমিক ১৪ শতাংশ কম এসেছে। আর চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে আগের অর্থবছরের ৮ মাসের তুলনায় রেমিট্যান্স কমেছে এক দশমিক শুন্য ৫৪ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে গত ফেব্রুয়ারিতে ১১৩ কোটি ১৪ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। আগের মাস জানুয়ারির তুলনায় যা এক কোটি ৯২ লাখ ডলার এবং আগের বছরের একই মাসের তুলনায় পাঁচ কোটি ৮২ লাখ ডলার কম। জুলাই-ফেব্রুয়ারি সময়ে প্রবাসী বাংলাদেশিরা মোট ৯৭৬ কোটি ৯২ লাখ ইউএস ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে পাঠানো অর্থের পরিমাণ ছিল ৯৯২ কোটি ডলার। এ হিসেবে একই সময়ের তুলনায় রেমিট্যান্স কমেছে ১৫ কোটি আট লাখ ডলার। অর্থাৎ এক দশমিক ৫৪ শতাংশ কমেছে। গত জানুয়ারি পর্যন্ত সাত মাসে রেমিট্যান্স কমেছিল ৯ কোটি ১২ লাখ ডলার যা এক দশমিক শুন্য ৫ শতাংশ।

বর্তমানের এ ধারা অব্যাহত থাকলে অর্থবছর শেষে রেমিট্যান্স উল্লেখযোগ্য হারে কমবে বলে সংশ্লিষ্টদের আশঙ্কা। এর আগে দীর্ঘ ১৩ বছর পর ২০১৩-১৪ অর্থবছরে প্রবাসী আয় আগের অর্থবছরের তুলনায় ২ কোটি ৩০ লাখ ডলার বা এক দশমিক ৬১ শতাংশ কমেছিল।