ব্রেকিং নিউজ
Home / প্রচ্ছদ / দুই সন্তানকে হত্যা করেছে তাদের মা: র‌্যাব

দুই সন্তানকে হত্যা করেছে তাদের মা: র‌্যাব

০৩ মার্চ, ২০১৬: বিবাহবহির্ভূত সম্পর্কের জের থেকেই রাজধানীর রামপুরার বনশ্রীতে দুই ভাই-বোন নুসরাত আমান অরনী (১২) ও আলভী আমানকে (৬) তাদের মা হত্যা করেছে বলে জানিয়েছে র‌্যাব। বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান বৃহস্পতিবার সকালে বলেন, ‘তাদের মা মাহফুজা মালেক জেসমিন পরিকল্পিতভাবে সন্তানদের হত্যার কথা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।’

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বলেন, ‘পারিবারিক অভাব অনটন, মানসিক অস্থিরতা, অবৈধ সম্পর্ক এবং সম্পত্তির প্রতি লোভের কারণেই ২৯ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টার দিকে শ্বাসরোধ করে শিশুদের হত্যা করেন তাদের মা মাহফুজা মালেক। দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

র‌্যাব-৩ এর অধিনায়ক সরোয়ার হোসেন বলেন, ‘শিশুদের মা মাহফুজা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদের কাছে স্বীকার করেছেন যে তিনি শ্বাসরোধে দুই শিশুকে হত্যা করেছেন।’

সোমবার বনশ্রীর ৪ নম্বর রোডের ৯ নম্বর বাসায় ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী নুশরাত জাহান অরণী (১৪) ও হলি ক্রিসেন্ট স্কুলের নার্সারির ছাত্র আলভী আমানের (৬) মর্মান্তিক মৃত্যু হয়। পরিবারের অভিযোগ ক্যান্ট চাইনিজ রেস্তোরাঁর খাবার খেয়েই তাদের মৃত্যু হয়েছে।

তবে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. প্রদীপ বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই ভাই-বোনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাদের দুজনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। অরণীর চোখে রক্ত জমাট ও গলায় আঘাতের চিহ্ন স্পষ্ট।

মঙ্গলবার রাতে গ্রামের বাড়ি জামালপুরে দুই শিশুকে দাফন করা হয়। তাদের মা-বাবা আগেই সেখানে চলে যান। দুই সন্তানের মরদেহ মর্গে রেখে মা-বাবা গ্রামের বাড়িতে চলে যাওয়ায় এবং মামলা না করায় এ ঘটনা নিয়ে রহস্যের সৃষ্টি হয়।

দুই শিশুর বাবা তৈরি পোশাক ব্যবসায়ী আমানুল্লাহ কোনোভাবে এ ঘটনায় জড়িত কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে এখনও নিশ্চিত নই। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ পরে সংবাদ সম্মেলন করে তদন্তের অগ্রগতির বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হবে বলে অতিরিক্ত মহাপরিচালক জানান। এ বিষয়ে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘ঘটনার কারণ সংবাদ সম্মেলনে জানানো হবে।’

এর আগে বুধবার জামালপুর থেকে শিশু দুটির বাবা, মা ও খালাকেও জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে আসে র‌্যাব।