২ মার্চ ২০১৬: পশ্চিম ইন্দোনেশিয়ার উপকূলবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৯। ভূমিকম্পের পর তাৎক্ষণিক কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। বিবিসির খবরে বলা হয়, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) রিখটার স্কেলে ৭.৯ মাত্রার এই ভূমিকম্প রেকর্ড করেছে। ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪৯ মিনিট) এই ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সুমাত্রা প্রদেশের রাজধানী পাদাং থেকে ৮০৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, পাদাং শহরে বেশ কয়েক সেকেন্ড স্থায়ী হয় শক্তিশালী এই ভূমিকম্প। এসময় মানুষজন ঘর থেকে বেরিয়ে এসে নিরাপদ আশ্রয়ে জড়ো হতে শুরু করে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের কোনো ক্ষয়ক্ষতির তথ্য না পাওয়া গেলেও দেশটিতে সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এই সতর্কতার আওতায় রয়েছে পশ্চিম সুমাত্রা, উত্তর সুমাত্রা ও আচেহ এলাকাগুলো। ইন্দোনেশিয়ার পাশাপাশি অস্ট্রেলিয়াও কেকোস ও ক্রিসমাস দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করেছে।
London Bangla A Force for the community…
