০১ মার্চ, ২০১৬: পাঁচ উইকেটের সহজ জয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করলো ভারত। শ্রীলঙ্কার ১৩৯ রান তাড়া করতে নেমে ভিরাট কোহলির অপরাজিত ৫৬ রানে ভর দিয়ে ১৯.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় ধোনি বাহিনী।
ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন যুবরাজ সিং। সুরেশ রায়নার ব্যাট থেকে আসে ২৫ রান। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট লাভ করেন নুয়ান কুলাসেকারা। এছাড়া হেরাথ, শানাকা ও পেরেরা পান একটি করে উইকেট।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতকে ১৩৯ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। দলটির পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন কাপুগেদারা।
ভারতের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন, হার্দিক পান্ডে ও জশপ্রিত বোমরাহ। আশিষ নেহেরা তুলে নেন একটি উইকেট। ম্যান অব দ্য ম্যাচ বিরাট কোহলি।
London Bangla A Force for the community…
