ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এগোল বাংলাদেশ

২৯ ফেব্রুয়ারি ২০১৬: টি-টোয়েন্টি ক্রিকেটে খুব বেশি সাফল্য এখনো পায়নি বাংলাদেশ। এ বছর জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-২ ব্যবধানে ড্র করার পর নেমে গিয়েছিল র‍্যাঙ্কিংয়ের ১১তম অবস্থানে। বাংলাদেশেরও আগে ছিল স্কটল্যান্ড। তবে এশিয়া কাপে আরব আমিরাত ও শ্রীলঙ্কাকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে লাল-সবুজের দল।

আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন দশম স্থানে। বাংলাদেশের রেটিং ৭০। ৭৭ রেটিং নিয়ে নবম স্থানে আছে আফগানিস্তান। ১২৪ রেটিং নিয়ে শীর্ষে আছে ভারত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

এশিয়া কাপের পরবর্তী ম্যাচগুলোতে জয় তুলে নিতে পারলে র‍্যাঙ্কিংয়ে আরো কিছুটা এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেটা নিশ্চিতভাবেই অনেকটা বাড়িয়ে দেবে বাংলাদেশের ক্রিকেটারদের আত্মবিশ্বাস।