২৭ ফেব্রুয়ারি ২০১৬: ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার দুই নারী আম্পায়ার। প্রথমবারের মতো নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা মাঠে আম্পায়ারের দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
আগামী মাসে ভারতে হতে যাচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের জন্য ৩১ জন আম্পায়ারের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই তালিকায় আছেন নিউজিল্যান্ডের কাথি ক্রস ও অস্ট্রেলিয়া ক্লেয়ার পোলোসাক। ১৬ মার্চ চেন্নাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। ওই ম্যাচে ভারতের অনিল চৌধুরির সঙ্গে মাঠে ম্যাচ পরিচালনা করতে মাঠে নামবেন নিউজিল্যান্ডের নারী আম্পায়ার ক্যাথি ক্রস। সবকিছু ঠিকঠাক থাকলে প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করে ইতিহাসে নাম লেখাবেন তিনি। এর দু’দিন পরে মোহালিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ড। ওই ম্যাচে আম্পায়ারিং করবেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক। সাথে থাকবেন ভারতের ভিনিত কুলকার্নি। অস্ট্রেলিয়ার লিস্ট ‘এ’তে প্রথম নারী হিসেবে আম্পায়ারের দায়িত্ব পালন করেন তিনি। এর আগে ২০০০, ২০০৯ ও ২০১৩- নারী বিশ্বকাপে কর্মকর্তার দায়িত্ব পালন করেন ক্যাথি ক্রস। এরপর ২০১৪ সালে নারীদের বিশ্বকাপ বাছাইপর্বে আইসিসির আম্পায়ার প্যানেলে প্রথমবারের মতো যুক্ত হন তিনি।
London Bangla A Force for the community…
