ব্রেকিং নিউজ
Home / খেলাধুলা / এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম জয়

২৬ ফেব্রুয়ারি ২০১৬: ত্রয়োদশ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ৪৫ রানে পরাজিত হওয়া স্বাগতিক বাংলাদেশ ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাতকে ৫১ রানের বড় ব্যবধানে পরাজিত করেছে। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রান তোলা টাইগাররা ৮২ রানে আরবদের অল আউট করার সময়ে ১৪টি বল বাকী ছিল।

টাইগার পেসার আল আমিন হোসেন প্রথম স্পেলের প্রথম ওভারের তৃতীয় বলেই রানের খাতা খোলার অপেক্ষায় থাকা মোহাম্মদ কালিমকে টাইগার অধিনায়ক মাশরাফির হাতে ক্যাচ দিতে বাধ্য করে ধ্বংসযজ্ঞের সূচনা এনে দেন। টানা দুই ওভারে রোহান মোস্তফা এবং শাইমান আনোয়ারকে ফেরানোর মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের এগিয়ে যাওয়ার পথটা আটকে দেন টাইগার দলপতি মাশরাফি মোর্তজা। মাশরাফির করা পঞ্চম ওভারে রোহান মোস্তাফা (১৮) ধরা পড়েন মুস্তাফিজুর রহমানের হাতে। ষষ্ঠ ওভারে শাইমান আনোয়ার (১) তালুবন্দি হন মাহমুমুদুল্লাহ রিয়াদের।

দলীয় ৩৩ রানে তিন উইকেট হারানো আরবদের ওপর অষ্টম ওভারের প্রথম দুই বলে জোড়া আঘাত হেনে হ্যাট্রিকের সম্ভাবনা জাগানোর পাশাপাশি আরবদের ব্যাটিং লাইন আপের মেরুদন্ড ভেঙে দেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ১২ রান করা মোহাম্মদ শাহজাদকে কট এন্ড বোল্ড করার পর রানের খাতা খোলার আগেই স্বপ্নিল পাতিলকে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মোর্তজার হাতে ক্যাচ দিতে বাধ্য করেন টাইগার পেসার। দলীয় ৩৪ রানে টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে হারানো সংযুক্ত আরব আমিরাতের ব্যাটিং লাইন আপ আর ঘুরে দাঁড়াতে পারেনি। মাহমুদুল্লাহর বলে হিট উইকেট হন অধিনায়ক আমজাদ জাভেদ (৩)। রানের খাতা না খুলেই সাকিব আল হাসানের বলে ফাহাদ তারিক স্ট্যাম্পিংয়ের শিকার হওয়ার সময়টাতে সংযুক্ত আরব আমিরাতের সংগ্রহ মাত্র ৪৬ রান।

বাংলাদেশ দলে এদিন একটি পরিবর্তন দেখা যায়। উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েসের বদলে একাদশে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান দারুণ নৈপুণ্য দেখান।
বাংলাদেশ দল:
সৌম্য সরকার, নুরুল হাসান শাওন, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাশরাফি বিন মুর্তজা (অধি:), তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান।