২৩ ফেব্রুয়ারি, ২০১৬: গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ অভিযুক্তদের ১৩ এপ্রিলের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন ঢাকা বিশেষ আদালত-৩। গত ১৫ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা বিচারিক আদালতে চলবে বলে দেওয়া চূড়ান্ত রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি আব্দুর রবের হাইকোর্ট বেঞ্চ। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাটি বাতিলে প্রধান আসামি খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে গত বছরের ০৫ আগস্ট সংক্ষিপ্ত এ রায়টি দেওয়া হয়।
মঙ্গলবার পূর্ণাঙ্গ রায়ের নথি ঢাকার বিশেষ জজ-৩ আদালতে উপস্থাপন করে শুনানির দিন ধার্যের আবেদন জানান দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। এরপর আদালতের বিচারক আবু আহমেদ জমাদার খালেদা জিয়াসহ মামলাটির ১৩ আসামিকে আগামী ১৩ এপ্রিলের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন । মামলার অন্য ১২ আসামির মধ্যে বিগত চারদলীয় জোট সরকারের ৫ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মতিউর রহমান নিজামী রয়েছেন।
London Bangla A Force for the community…
