১৯ ফেব্রুয়ারি, ২০১৬: দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। আজ দুপুর ২টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তাকে মুক্তি দেয়া হয়। এর আগে উচ্চ আদালত থেকে সবগুলো মামলায় জামিন পান তিনি। তবে জামিনে মুক্তি পেলেও তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, আজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার জামিনে মুক্তি পেয়েছেন। তিনি এখন ওই হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। উল্লেখ্য, গত বছরের আগস্টে এম কে আনোয়ার গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।
London Bangla A Force for the community…
