১৮ ফেব্রুয়ারি ২০১৬: বাসাবাড়িতে আর গ্যাসের সংযোগ দেওয়া হবে না বলে জানালেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। কেবল উৎপাদনমুখী শিল্পে গ্যাস দেওয়া হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
আবুল মাল আব্দুল মুহিত বলেন, ‘লিকুইফাইড (তরলীকৃত) ন্যাচারাল গ্যাস আমাদের দেশে এক বছরের মধ্যে আসতে শুরু করবে। এজন্য আমরা এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছি, গ্যাসের জন্য কারো কোনো অসুবিধা হবে না।’ তিনি আরো বলেন, ‘বাড়ির গৃহস্থালি জ্বালানির জন্য গ্যাস সংযোগ কেউই আর কোনোদিন পাবে না। কিন্তু যে গ্যাস ব্যবহার করলে জাতির উন্নয়ন হবে, কোনো উৎপাদন প্রক্রিয়া সহায়তা পাবে, সেই গ্যাস সবাই নির্বিবাদে পাবে।’
এর আগে গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেন, ‘পাইপ লাইনে বাসাবাড়িতে গ্যাস ব্যবহার আমরা নিরুৎসাহিত করতে চাচ্ছি। এজন্য সিলিন্ডারে এলপিজি গ্যাসের ওপর ট্যাক্স কমিয়েছি। বিভিন্ন প্রণোদনা দিচ্ছি। গ্যাস উৎপাদন বৃদ্ধির চেষ্টা অব্যাহত রয়েছে। যেসব এলাকায় শিল্প স্থাপন হচ্ছে সেসব এলাকায় আমরা গ্যাস সংযোগ দিয়ে যাচ্ছি।’