১৬ ফেব্রুয়ারী, ২০১৬:সাম্প্রতিক সময়ে ‘বাংলাদেশ ক্রিকেট’ ও ‘নিরাপত্তা শঙ্কা’ দুটি শব্দকে পাশাপাশি বসিয়ে দেয়া যায়। এই নিরাপত্তা শঙ্কার অজুহাতেই বাংলাদেশের মাটিতে দু’বার খেলতে অস্বীকৃতি জানায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
তবে, এবার অন্য কোন দল নয়, নিরাপত্তা শঙ্কায় ভুগছে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, আসন্ন মার্চে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়া নিয়ে নিরাপত্তাজনিত শঙ্কায় ভুগছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
এর আগে নিরাপত্তা নিয়ে নিজেদের শঙ্কার কথা প্রকাশ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সে দেশের সরকারের অনুমতি পেলেই ভারত সফর করবে শহীদ আফ্রিদির দল – এমনটাও তারা সাফ জানিয়ে দিয়েছে। যদিও বেশ আগেই বিশ্বকাপের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে দলটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের পর বাংলাদেশ ও আফগানিস্তান দলও নিরাপত্তা শঙ্কায় ভুগছে। তবে, সেই শঙ্কা দূর করতে বিশেষ ব্যবস্থাও নিয়েছে ভারতের আইনশৃংখলা রক্ষাকারী সংস্থা।
বাংলাদেশকে এবারের আসরে বাছাইপর্ব খেলে চূড়ান্তপর্বের টিকেট পেতে হবে। আর বাছাই পর্বে গ্রুপ ‘এ’তে থাকা মাশরাফি বিন মুর্তজার দল উত্তীর্ণ হতে পারলে কলকাতাতেই খেলা হতে পারে গ্রুপ ওয়ানে থাকা পাকিস্তানের বিপক্ষে।
এদিকে কলকাতার স্টেডিয়াম ইডেন গার্ডেনে একের পর এক পুলিশি পরিদর্শন হচ্ছে। এতে পাকিস্তান দলের নিরাপত্তাব্যবস্থা আরও নিশ্ছিদ্র করা হবে। কলকাতার দৈনিক আনন্দবাজারের জানিয়েছে, পুলিশ নাকি পাকিস্তান ছাড়াও আফগানিস্তান, বাংলাদেশ টিমের নিরাপত্তা নিয়েও চিন্তিত। এর বাদে, নিরাপত্তার সহায়তায় ঠিক হয়েছে তিনটে দলকেকেই রাখা হবে এক হোটেলে, আলাদা আলাদা হোটেলে নয়।
সূত্র: প্রিয়.কম