১৬ ফেব্রুয়ারী, ২০১৬: সব কিছু ঠিক ঠাক থাকলে ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদো ও রোনালদিনহো দুই তারকাকে সামনে থেকে দেখার সুযোগ পাবেন বাংলাদেশের ফুটবল প্রেমিকরা। কারণ, বাংলাদেশ সুপার লিগের (বিএসএল) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে যাচ্ছেন এই দুই ফুটবল সেনসেশন। দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানে থাকার সম্ভাবনা আছে রোনালদো ও রোনালদিনহোর। ২০১১ সালে সব ধরণের ফুটবলকে বিদায় বলা রোনালদে বর্তমানে কাজ করছেন ফুটবল প্রশাসক হিসেবে। অন্যদিকে তার সাবেক সতীর্থ রোনালদিনহো সর্বশেষ ২০১৫ সালে খেলেছেন দেশের ক্লাব ফ্লুমিনেন্সে।
London Bangla A Force for the community…
